১০০০ টাকা চালু করার বিষয়ে কি জানালো RBI?
আবার নতুন করে পুরোনো হাজার টাকার নোট বাজারে আসতে চলেছে। বেশ কিছু বছর আগে বাজারে প্রচলিত পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিল হয়েছিল সব। এবার দু হাজার টাকার নোট বাতিলের পালা। এই নোটের নতুন করে ছাপার কাজ অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাংক। তাই আর নতুন করে কোনো ব্যাঙ্ক এই নোট দেবেনা। প্রথমের দিকে রিজার্ভ ব্যাংক নোটিস দিয়েছি যখন তাড়াতাড়ি পড়ে গিয়েছিল নোট পরিবর্তনের। রিজার্ভ ব্যাংক বলেছিল কোনো শর্ত ছাড়াই সেই নোট পরিবর্তন করে দেবে ব্যাঙ্ক।
কিন্তু স্টেট ব্যাঙ্ক ছাড়া অন্য কোনো ব্যাঙ্ক আর এই নোটিশ মানেনি। একাধিক বেসরকারি ব্যাঙ্ক বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করাচ্ছে। আর তাতেই অনেকেই আপত্তি জানাচ্ছে। তবে এই দুই হাজার টাকার নোট নিয়ে এত তাড়ার কিছু নেই এখনই সময় আছে কিছুটা।
সেপ্টেম্বর মাস অবধি পরিবর্তনের কাজ চলবে। কিন্তু এই নোটে নিষেধাজ্ঞ্বা কিছু নেই। তাই আপনি অযথা ভয় পাবেননা। অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে বাজারে বড়ো নোটের ঘাটতি মেটাতে আবার আগের পুরোনো হাজারের নোট আসবে।
এই সব ব্যাংকে অ্যাকাউন্টে থাকলে আর পাবেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা, জারি হল নির্দেশিকা।
এ বিষয়ে আগের অর্থমন্ত্রী জানিয়েছেন তিনি এই বিষয়টিকে ভালো চোখেই দেখছে। কিন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাশ বলেন এটা সম্পূর্ণ জল্পনা কোনো সত্যতা নেই। তাই এই বিষয়ে গুজব না ছড়ানোই ভালো। এমন কোনো নোটিশ এলে আগে জানিয়ে দেওয়া হবে।