15-lakh-job-card-cancellation-in-west-bengal
Advertisement

ভারতে দরিদ্র অসহায় শ্রেণীর পিছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে জব কার্ড এবং ১০০ দিনের কাজ প্রকল্প কার্যকর করা হয়েছে। তবে ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রায় ১৫ লক্ষ জব কার্ড বাতিল (Job Card cancellation) করা হয়েছে।

Advertisement

এই খবরটি প্রকাশ আসার পর থেকে যেসমস্ত ব্যক্তিদের জব কার্ড রয়েছে তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে নানাধরনের জল্পনা, কল্পনা এবং তর্ক-বিতর্কের সূচনা হয়েছে। এমনকী কেনো এই সকল জব কার্ড বাতিল করা হলো তা নিয়েও নানাবিধ প্রশ্ন তুলেছেন জব কার্ডধারীরা। আর এই সমস্ত প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী অন্যান্য প্রকল্পের মতোই জব কার্ডের ক্ষেত্রেও বেশ কিছু অনিয়ম নজরে পড়েছে। এমনকী বিভিন্ন সূত্র মারফত এও দাবি করা হয়েছে যে, সমগ্র দেশব্যাপী প্রচুর সংখ্যক মানুষের ভুঁয়ো জব কার্ড রয়েছে। আর সেক্ষেত্রে কোনোভাবেই পিছিয়ে নেই পশ্চিমবঙ্গবাসী।

Advertisement

ইতিমধ্যে এই অনিয়ম নজরে আসতেই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফে জব কার্ড নিয়ে যথেষ্ট কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেহেতু, জব কার্ডের আওতায় থাকা ব্যক্তিরা রাজ্যব্যাপী ১০০ দিনের কাজ পেয়ে থাকেন তাই এই প্রকল্পে অনিয়ম বন্ধ করার জন্য রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের তরফে রাজ্যজুড়ে যেসমস্ত ভুল জব কার্ড রয়েছে সেগুলি বাতিল করার প্রক্রিয়া কার্যকর করা হয়েছে (Job Card cancellation)। আর এই দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন জেলাগুলির জেলা প্রশাসনকে। বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, বিগত ৪ মাস ধরে এই সমস্ত ভুঁয়ো জব কার্ডগুলোকে চিহ্নিতকরণ এবং বাতিল করার প্রক্রিয়া কার্যকর করা হয়েছে রাজ্য সরকারের তরফে।

টানা তিনদিন নতুন ছুটি ঘোষনা রাজ্যে। বন্ধ থাকতে চলেছে সমস্ত কিছু

আর তার ফলস্বরূপ ইতিমধ্যেই ১৪ লক্ষ ১৭ হাজার ৫৫৭ টি জব কার্ড বাতিল করা হয়েছে। অন্যদিকে, জব কার্ডের আওতায় থাকা প্রত্যেক নাগরিক জব কার্ডের সুবিধা পাচ্ছেন কিনা তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে জব কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে, এও জানানো হয়েছে যে, যে অ্যাকাউন্টে জব কার্ডের টাকা ট্রান্সফার করা হবে সেই অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সংযুক্ত থাকাটাও বাধ্যতামূলক।

পিএম কিষাণের লিস্ট থেকে বাদ গেল ৬ লক্ষ কৃষকের নাম। আপনি টাকা পাবেন কিনা জেনে নিন।

তবে শুধুমাত্র জব কার্ড বাতিল করার প্রক্রিয়াতেই থেমে নেই রাজ্য সরকার, ১০০ দিনের কাজ বন্ধ থাকলেও রাজ্যের প্রায় ২ লক্ষ ৬০ হাজার পরিবারের নতুন জব কার্ড ইস্যু করা হয়েছে রাজ্য সরকারের তরফে। অন্যভাবে বলা চলে, রাজ্যজুড়ে প্রায় ৪ লক্ষ ৮০ হাজার মানুষের নাম নতুন করে ১০০ দিনের প্রকল্পের আওতায় স্থান পেয়েছে। অধিকাংশ ক্ষেত্রে জব কার্ডের সাথে আধার কার্ড লিংক না করার কারণে জব কার্ড বাতিল করা হয়েছে। আবার অনেক ক্ষেত্রেই একই পরিবারের একাধিক সদস্যের জব কার্ড থাকার কারণেও উক্ত পরিবারের সমস্ত জব কার্ডগুলি বাতিল করা হয়েছে। এমনকী যেসমস্ত ব্যক্তিদের জব কার্ড থাকা সত্ত্বেও তারা দীর্ঘদিন ধরে কোনোরূপ কাজ করছেন না অর্থাৎ নিষ্ক্রিয় রয়েছেন তাদের জব কার্ডও বাতিল বলে ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে।