Govt Donation

Govt Donation – দেশের মানুষকে 100 দিনে 35 হাজার কোটি টাকা দেবে সরকার।

১লা জুন থেকে সরকার ৩৫ হাজার কোটি টাকা বিতরণ (Govt Donation) করবে সাধারণ মানুষের মধ্যে! আমাদের দেশে সরকার কোনোদিনই সাধারণ মানুষের হাতে প্রকল্প ছাড়া টাকা তুলে দেয়না। করোনার সময় অনেকেই চেয়েছিল সাধারণ মানুষকে টাকা দেওয়া হোক। কিন্তু রিজার্ভ ব্যাংক কেন হঠাৎ এই সওয়াল করলো! কোনোরকম প্রকল্প ছাড়াই এই টাকা পাওয়ার নিয়ম কী তাহলে! আমাদের দেশের প্রতিটি আর্থিক লেনদেনের মাথায় থাকে রিজার্ভ ব্যাংক। তারা এবার জানালো বেনামি ৩৫ হাজার টাকার সম্পত্তি সাধারণ মানুষের মধ্যে ভাগ করে দেবে।

রিজার্ভ ব্যাংক জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ফেব্রুয়ারি মাস অবধি তাদের হাতে ৩৫ হাজার কোটি টাকা তুলে দিয়েছে বেনামি সম্পত্তি হিসাবে। প্রায় ১০ লাখ ২৪ হাজার কোটি টাকা মোট উত্তরসুরিহীন সম্পত্তি ছিল। তার কিছুটা ভবিষ্যৎ উত্তরসূরিদের সাথে যোগাযোগ করে তুলে দেওয়া হলেও ৩৫ হাজার কোটি টাকা পড়ে আছে।

নামহীন রেলস্টেশন! তাও আবার পশ্চিমবঙ্গে, নেপথ্যে আছে 2টি মজার গল্প।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে যৌথভাবে রিজার্ভ ব্যাঙ্ক তাই ঠিক করেছে আগামী ১০০ দিনে ১লা জুন থেকে এমন অ্যাকাউন্টের (Govt Donation) সেটেলমেন্ট হবে। এই কাজে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি যুক্ত থাকবে। তারা আগামী ১০০দিনে ১০০টি অ্যাকাউন্টের উত্তরসূরি খুঁজে টাকা তুলে তাদের থাকে। প্রায় দশ বছর লেনদেন না হওয়া অ্যাকাউন্টগুলিকে উত্তরসূরিহীন অ্যাকাউন্ট হিসাবে ধরা হয়েছে।

ক্যাশ থেকে প্রভিডেন্ট ফান্ড সব ধরনের সম্পত্তি এখানে গচ্ছিত আছে। সম্পত্তির মালিক কারা খুঁজে বের করার জন্য নমিনি বা তাদের পরের জেনারেশনকেই বেছে নেবে রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংক এই ধরনের টাকা তুলে দেওয়ার কাজ আগেও করেছে। সফলভাবে প্রতিটি ব্যাঙ্ক তাদের সাহায্য করে। হঠাৎ করেই অনেকের কাছে এই টাকা চলে আসবে কোনোরকম প্রকল্প ছাড়াই।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link