6-lakh-farmers-name-are-omitted-from-pm-kisan-yojana-list
Advertisement

ভারতে বসবাসকারী কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে পিএম কিষাণ যোজনা কার্যকর করা হয়েছিল। আর ইতিমধ্যে এই যোজনার আওতায় ১৩ তম ইনস্টলমেন্টের অনুদান দেওয়ার বিষয়টি নিয়ে কৃষকদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

আগামী দিনে কারা পিএম কিষাণ যোজনার (PM Kisan Yojana) আওতায় ১৩ তম ইনস্টলমেন্টের টাকা পেতে চলেছেন তা জানার জন্য বারংবার নানাধরনের প্রশ্ন তুলেছেন কৃষকরা। আর এই সমস্ত প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে, কৃষকরা পিএম কিষাণ যোজনার আওতায় অনুদানের টাকা পাবেন কিনা তা জানা যাবে কেবলমাত্র পিএম কিষাণ যোজনার স্ট্যাটাস থেকে। তবে স্ট্যাটাসের কোনক্ষেত্রে কি লেখা থাকলে অনুদান পাওয়া যাবে তা নিয়ে যথেষ্ট ধন্ধে রয়েছেন কৃষকরা। আর তাতেই আজকের এই পোস্টে আমরা পিএম কিষাণ যোজনার কোন স্ট্যাটাসের অর্থ কি তা নিয়ে আলোচনা করতে চলেছি।

Advertisement

চলুন তবে প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে আপনারা পিএম কিষাণ যোজনার (PM Kisan Yojana) স্ট্যাটাস চেক করবেন:-
পিএম কিষাণ যোজনার স্ট্যাটাস চেক করার জন্য প্রথমেই আপনাকে পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ -এ যেতে হবে। পরবর্তীতে হোম পেইজের FARMERS CORNER -এর আওতায় থাকা Beneficiary Status অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার মোবাইল নম্বর অথবা রেজিস্ট্রেশন নম্বরটি সঠিকভাবে লিখে ক্যাপচা কোডটি পূরণ করে Get Data অপশনে ক্লিক করলেই আপনি আপনার পিএম কিষাণ যোজনার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।

১০ মার্চ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ধর্মঘট। বন্ধ থাকতে চলেছে স্কুল-কলেজ, অফিস সহ সমস্ত কিছু।

এক্ষেত্রে যদি আপনার ই-কেওয়াইসি সম্পূর্ণ করা থাকে তবে স্ট্যাটাসে e-kyc done লেখা থাকবে। অন্যদিকে, payment mode Aadhaar অথবা Account এবং bank status accept থাকলে আপনি পিএম কিষাণ যোজনার আওতায় ১৩ তম ইনস্টলমেন্টের টাকা পেতে চলেছেন। তবে যদি bank status accepted না থাকে বা rejected থাকে তবে আপনি কোনোভাবেই পিএম কিষাণ যোজনার আওতায় টাকা পাবেন না। এর পাশাপাশি একইভাবে Land Seeding এর ক্ষেত্রেও Yes থাকা আবশ্যক নয়তো আপনি এই যোজনার আওতায় অনুদান পাবেন না।

অন্যদিকে, আপনার পেমেন্ট স্ট্যাটাসে যদি payment processed লেখা থাকে তাহলে আপনি অতি অবশ্যই পিএম কিষাণ যোজনার আওতায় অনুদান পেতে চলেছেন। এছাড়াও যেসকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে waiting for approval অথবা RFT signed by state রয়েছে তারাও এই যোজনার আওতায় ১৩ তম ইনস্টলমেন্টের টাকা পেতে চলেছেন। তবে এই সকল কৃষকদের ক্ষেত্রে প্রথমে পেমেন্ট স্ট্যাটাস পরিবর্তিত হয়ে payment processed হবে তারপর এই সকল কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবার রিজেক্ট করা শুরু হলো। কি কি কারনে রিজেক্ট করা হচ্ছে এবং এর সমাধান কি?

এছাড়াও যেসমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘর ফাঁকা রয়েছে তারাও আগামী দিনে পিএম কিষাণ যোজনার আওতায় ১৩ তম ইনস্টলমেন্টের টাকা পাবেন না বলেই দাবী করা হয়েছে বিভিন্ন সূত্র মারফত। তবে এই সমস্ত কৃষকদের সমস্ত নথিপত্র ঠিক থাকলে এবং e-kyc করা থাকলে পরবর্তীতে তারা ১৩ এবং ১৪ এই দুটি ইনস্টলমেন্টের টাকা একইসাথে পেয়ে যাবেন। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গে বসবাসকারী ৬ লক্ষ কৃষকের নাম পিএম কিষাণ যোজনা থেকে বাদ পড়েছে। সুতরাং, আগামী দিন এই ৬ লক্ষ পিএম কিষাণ যোজনার আওতায় টাকা পাবেন না।

আপনিও যদি পিএম কিষাণ যোজনার সুবিধাভোগী একজন কৃষক হয়ে থাকেন তবে যতো দ্রুত সম্ভব আপনার পিএম কিষাণ যোজনার স্ট্যাটাস চেক করুন এবং দেখে নিন আগামী দিনে আপনি এই যোজনার আওতায় অনুদানের টাকা পাবেন কিনা। আপনার ক্ষেত্রেও যদি অনুদান পাওয়ার ক্ষেত্রে কোনোরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে অবশ্যই এই সমস্যার সমাধান করুন, তাহলেই আপনিও একেবারে ১৩ তম এবং ১৪ তম কিস্তির টাকা একেবারে পেয়ে যাবেন।