618-teachers-are-suspended-from-ssc
Advertisement

শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি কোনো নতুন বিষয় নয়। চাকরিপ্রার্থীদের তৎপরতায় ইতিপূর্বেও বারংবার শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি আদালত সহ সমগ্র রাজ্যের সাধারণ মানুষের সামনে এসেছে। আর এবারে পুনরায় নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ সংক্রান্ত এমন এক দুর্নীতি সামনে এসেছে, যার কারণে আগামী দিনে বহু সংখ্যক শিক্ষকের চাকরি পর্যন্ত যেতে চলেছে। আর তাতেই এই বিষয়টি নিয়ে সমগ্র রাজ্যের চাকরিপ্রার্থী সহ সাধারণ জনগণের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। যার ফলস্বরূপ আমরা আজকের এই পোস্টে এই বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি।

Advertisement

আদালতের নির্দেশ এবং SSC -এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ২০১৬ সালের নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের তালিকায় যেসকল প্রার্থীদের নাম ছিল তাদের মধ্যে অধিকাংশ জনেরই OMR শিটে গলদ ছিল। এমনকী বিভিন্ন সূত্র মারফত এও দাবি করা হয়েছিল যে, অধিকাংশ পরীক্ষার্থীর ১, ২ অথবা ০ নম্বর থাকা সত্ত্বেও কারচুপি করে তাদের নম্বর বাড়িয়ে ৫২, ৫৩ নম্বর করে দেওয়া হয়েছিল। এমনকী SSC -এর তরফেও এই কারচুপির কথা স্বীকার করা হয়েছিল এবং এরপরই জানানো হয়েছিল যে, ২০১৬ সালের যেসমস্ত প্রার্থীদের নিয়োগ করা হয়েছিল তার মধ্যে ৯০০ জনেরও বেশি প্রার্থীকে বেআইনিভাবে শিক্ষক পদে নিযুক্ত করা হয়েছিল।

Advertisement

রাজ্য সরকার APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে পরিবর্তন করছে। আপনার রেশন কার্ড এই লিস্টে রয়েছে কি?

আর SSC -এর কর্তৃপক্ষের তরফে এই স্বীকারোক্তি প্রকাশ্যে আনার পরই আদালতের তরফে এই সমস্ত অযোগ্য প্রার্থীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। আর তারপরই হাইকোর্টের নির্দেশ অনুসারে SSC -এর তরফে ৯৫২ জন অযোগ্য প্রার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। ইতিমধ্যেই SSC -এর তরফে প্রকাশিত এই তালিকা অনুসারে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৬১৮ জন অযোগ্য প্রার্থীকে বরখাস্ত করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, এক বিজ্ঞপ্তিতে এই ৬১৮ জন শিক্ষককে বরখাস্ত করার পাশাপাশি এই সকল শিক্ষকদের সমস্ত তথ্যের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

এর পাশাপাশি, এই বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে যে, খুব শীঘ্রই বাকি প্রার্থীদের অর্থাৎ এই ৯৫২ জনের মধ্যে বাকি যে ৩৩৪ জন প্রার্থীর নাম রয়েছে তাদেরও চাকরি থেকে বরখাস্ত করা হবে। এর পাশাপাশি এই ৬১৮ জন প্রার্থীর মতোই তাদেরও নাম সহ অন্যান্য তথ্য খুব শীঘ্রই প্রকাশ্যে আনা হবে এমনটাই জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। আদালতের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি হয়েছে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী সহ সাধারণ জনগণ। এর পাশাপাশি আদালতের এই সিদ্ধান্ত রাজ্যের ওয়াকিবহাল মহলের কর্তাদের কাছেও বারংবার প্রশংসিত হয়েছে।

নামের লিস্ট:- Link