বর্তমানে সমগ্র ভারত যে অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয়েছে তা কাটিয়ে উঠতে বরাবরই উদ্যোগী রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI। আর তাতেই ভারতে বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকগুলোর উপর বারংবার নানাধরনের নতুন নিয়ম থেকে শুরু করে জরিমানা কার্যকর করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। এমনকী ভারতের বিভিন্ন ক্ষেত্রের ব্যাংকগুলোতে অনিয়ম বন্ধ করার জন্য বরাবরই যথেষ্ট তৎপর হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তবে এবারে ব্যাংক সংক্রান্ত অনিয়ম বন্ধ করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবং ৮ টি ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে (Bank License Cancelled)।
ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে সমগ্র ভারতের নাগরিকদের জন্য এই খবরটি প্রকাশ্যে আনা হয়েছে। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI -এর তরফে কোন কোন ব্যাংকের লাইসেন্স বাতিল (Bank License Cancelled) করা হয়েছে তা জানতে ইতিমধ্যেই উৎসুক হয়ে উঠেছেন সমগ্র ভারতের জনগণ। এমনকী এর ফলে আগামী দিনে জনগণকে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে তা জানতেও বারংবার প্রশ্ন উঠছে সমগ্র ভারতে সাধারণ মানুষের মধ্যে। আর তাতেই আজকে এই পোস্টে আমরা ভারতীয় জনগণের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি।
আরও পড়ুনঃ- কৃষক বন্ধু প্রকল্পে কোন স্ট্যাটাসের কি মানে জেনে নিন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই পদক্ষেপ সম্পর্কে যে প্রশ্নগুলি করা হয়েছে তার উত্তরের সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, ২০২২-২৩ অর্থবর্ষে যেসমস্ত ব্যাংকগুলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে নির্ধারিত নিয়ম মেনে চলেনি তাদের ক্ষেত্রেই যথেষ্ট কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। অধিকাংশ ক্ষেত্রে RBI -এর তরফে নির্ধারিত নিয়ম না মানার জন্য ব্যাংকগুলোকে জরিমানার সম্মুখীন হতে হয়েছে, তবে বেশ কিছু ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে। আর RBI -এর নতুন পদক্ষেপের কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কো-অপারেটিভ ব্যাংকগুলি।
যদিও কো-অপারেটিভ ব্যাংকগুলির কারণে ভারতের বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে অত্যন্ত দ্রুততার সাথে ব্যাংকিংয়ের পরিষেবা ছড়িয়ে পড়েছে। কিন্তু RBI -এর তরফে প্রকাশিত তথ্য জানা গিয়েছে যে, এই সমস্ত ব্যাংকগুলিতে পর্যাপ্ত পরিমাণে ফান্ড নেই। এমনকী এই সমস্ত ব্যাংকগুলোতে বারংবার স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপের বিষয়ও অভিযোগ উঠেছে। এই ব্যাংকগুলির উপর বারংবার নিয়মভঙ্গের অভিযোগও আনা হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত তথ্যে আরও জানানো হয়েছে যে, এই সমস্ত ব্যাংকগুলিকে ১৪৪ বার জরিমানা করা হয়েছে। আর বর্তমানে ৮ টি কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করতে রীতিমতো বাধ্য হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI।
আরও পড়ুনঃ- সাধারণ মানুষের জন্য বড়ো খবর। রেশন দোকানের নিয়মে বড়ো পরিবর্তন
এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে যে সমস্ত কো-অপারেটিভ ব্যাংকগুলির লাইসেন্স বাতিল করা হয়েছে, সেগুলি হলো:-
মুধল কো-অপারেটিভ ব্যাঙ্ক
মিলথ কো-অপারেটিভ ব্যাঙ্ক
শ্রী আনন্দ কো-অপারেটিভ ব্যাঙ্ক
রুপি কো-অপারেটিভ ব্যাঙ্ক
ডেকান আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক
লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক
সেবা বিকাশ সমবায় ব্যাঙ্ক
বাবাজি ডেট মহিলা আরবান ব্যাঙ্ক
এইসকল ব্যাংকগুলিতে যে সমস্ত নাগরিকদের অ্যাকাউন্ট রয়েছে তারা আগামী দিনে কোনরকম সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন ক্ষেত্রের রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে।
অন্যদিকে এও জানা গিয়েছে যে, এই সমস্ত কোঅপারেটিভ ব্যাংকগুলির যথেষ্ট পুঁজি ছিল না। ভবিষ্যতেও এদের থেকে কোনোভাবেই আয়ের সম্ভাবনা ছিল না। আর তাতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এরূপ পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও ব্যাংকের লাইসেন্স বাতিলের পদক্ষেপ এই প্রথম নয়। ২০২১-২২ সালে ১২টি কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। এর পাশাপাশি RBI -এর তরফে প্রকাশিত তথ্যে আরো জানা গিয়েছে যে, ২০২১-২২ অর্থবর্ষে ৩ টি এবং ২০১৯-২০ অর্থবর্ষে ২ টি কো-অপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে RBI -এর তরফে।
আরও পড়ুনঃ- আপনার কাস্ট সার্টিফিকেটে ভুল রয়েছে? কিকরে সেই ভুল ঠিক করবেন জেনে নিন।
তবে শুধুমাত্র কো-অপারেটিভ ব্যাংকের ক্ষেত্রেই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে তা নয়। সম্প্রতি HDFC ব্যাংকের ক্ষেত্রেও যথেষ্ট কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে RBI -এর তরফে। প্রাথমিকভাবে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ব্যাংকিং সেক্টরে স্বচ্ছতা বজায় রাখতে এবং ব্যাংকগুলি যাতে RBI -এর তরফে নির্ধারিত সমস্ত নিয়ম পালন করে তা নিশ্চিত করতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এরূপ করা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।