ভারতজুড়ে ক্রমাগত হারে ফোন পে, গুগল পে (Google Pay Reward), পেটিএম -এর মতো UPI বেসড পেমেন্ট অ্যাপগুলির রমরমা বাড়ছে। হাটে, বাজারে কিংবা শপিং মলে ছোট অংকের লেনদেন হোক বা বড় অঙ্কের টাকার লেনদেন সমস্ত ক্ষেত্রে সাধারণ মানুষের ভরসা এই সমস্ত অ্যাপগুলি। তবে শুধুমাত্র দ্রুত লেনদেনের জন্যই যে এই অ্যাপগুলি ব্যবহার করা হয়ে থাকে তা নয়, এই UPI বেসড পেমেন্ট অ্যাপগুলির মাধ্যমে গ্রাহকদের জন্য যে পুরস্কার দেওয়া হয়ে থাকে তার জন্যই অধিকাংশ ক্ষেত্রে গ্রাহকরা পেমেন্টের জন্য এই অ্যাপগুলিকে বেছে নেন। প্রত্যেকটি লেনদেনের জন্য অধিকাংশ ক্ষেত্রেই গ্রাহকরা কিছু না কিছু পুরস্কার পেয়ে থাকেন।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
এই রিওয়ার্ডসে বেশিরভাগ ক্ষেত্রেই নানাধরনের অফার, ভাউচার থেকে শুরু করে ক্যাশব্যাক পর্যন্ত দেওয়া হয়ে থাকে। তবে এবারে গুগল পে -এর (Google Pay Reward) মাধ্যমে পেমেন্ট করে এক গ্রাহক ৮০,০০০ টাকার ক্যাশব্যাক পেয়েছেন যা নিয়ে গুগল পে ব্যবহারকারীদের মধ্যে রীতিমতো আলোড়ন পরে গিয়েছে। কিভাবে এতো টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে গুগল পে ব্যবহারকারী নাগরিকদের মধ্যে। তবে এতো বেশি পরিমাণ ক্যাশব্যাক এই প্রথম কোনো গ্রাহককে দেওয়া হয়েছে এমনটা নয়। এর আগেও গুগল পে ব্যবহারকারীরা বারংবার দাবি করেছেন যে তারা ১০ ডলার থেকে শুরু করে ১০০০ ডলার পর্যন্ত ক্যাশব্যাক পেয়েছে তাদের অ্যাকাউন্টে। নতুন করে মিশাল রহমান নামক এই গুগল পে ইউজারের অ্যাকাউন্টে ৮০,০০০ টাকা ক্যাশব্যাক প্রদান করা হলে পূর্বের এই বিষয়গুলি বারংবার চর্চায় এসেছে।
আর এই সমস্ত বিষয় পরিপ্রেক্ষিতে আপনাদের জানিয়ে রাখি যে, প্রযুক্তিগত ত্রুটির কারণে গুগল পে -এর তরফে গ্রাহকদের এত বেশি পরিমাণ রিওয়ার্ডস দেওয়া হয়েছে। ৮০,০০০ টাকার ক্যাশব্যাক পাওয়ার পর মিশাল রহমান এই বিষয়টি নিয়ে একটি ট্যুইট করেন। এই ট্যুইট থেকেই গুগল পে -এর তরফে দেওয়া অতিরিক্ত ক্যাশব্যাক এবং প্রযুক্তিগত ত্রুটির কথা সামনে আসে। যদিও গুগল পে -এর তরফে তাদের এই ত্রুটি ঠিক করে নেওয়ার জন্য যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যেসমস্ত গুগল পে ইউজারদের অতিরিক্ত ক্যাশব্যাক দেওয়া হয়েছে তাদের গুগল পে -এর তরফে মেইল করা হয়েছে। এই মেইলে তাদের অ্যাকাউন্ট থেকে ওই অতিরিক্ত টাকা কেটে নেওয়ার কথাও জানানো হয়েছে।
অন্যদিকে, গুগল পে -এর তরফে এও জানানো হয়েছে যেসমস্ত গ্রাহকদের অ্যাকাউন্টে অতিরিক্ত ক্যাশব্যাক দেওয়া হয়েছে কিন্তু তাদের কোনোরকম মেইল পাঠানো হয়নি তাদের অ্যাকাউন্ট থেকে আগামী দিনে এই অতিরিক্ত ক্যাশব্যাক -এর টাকা কোনোভাবেই ফেরত নেওয়া হবে না। সুতরাং, আপনি যদি গুগল পে ব্যবহার করে থাকেন এবং আপনার অ্যাকাউন্টেও যদি অতিরিক্ত ক্যাশব্যাক এসে থাকে তাহলে অবশ্যই আপনার মেইল চেক করে দেখুন আপনাকেও গুগল পে -এর তরফে কোনো মেইল করা হয়েছে কিনা।