aadha-rcard-and-retion-card-link-online
Advertisement

পুরো তথ্য জানতে পড়ুন বিস্তারিত।

রেশন কার্ড নিয়ে সাধারণ মানুষের সমস্যার সমাধান করে দিল কেন্দ্র। রেশন ব্যাবস্থা দেশে শুরু হয়েছিল যাতে গরীব মানুষদের দুবেলা ভাতের চিন্তা না করতে হয়। ভারতের কোটি কোটি মানুষের মাথার ওপর ছাদও নেই দুবেলা খাবারও তারা সঠিক ভাবে পায়না। তাই সরকার চেয়েছিল কিছুটা স্বস্তি দিতে। আর্থিক অবস্থা বিচার করে তাই প্রত্যেকেই রেশন কার্ড দেওয়া হয়।

Advertisement

করোনার সময় সবাইকেই সম্পূর্ণভাবে ফ্রী রেশন দেওয়া হয়েছে। কিন্তু এখন আবার আগের নিয়মেই রেশন দিচ্ছে। যেদিন থেকে রেশন দেওয়া শুরু হয়েছিল সেদিন থেকেই আর একটি কথাও শোনা যায় সেটি হলো রেশন দুর্নীতি।

Advertisement

চালু হল শাহরুখ খান স্কলারশিপ, আবেদন করলেই পাবেন ১ কোটি ২৩ লক্ষ টাকা।

প্রথমদিকে টেকনোলজি এত আধুনিক ছিলনা। তাই সরকার পুরোনো পন্থায় দুর্নীতি আটকানোর চেষ্টা করেছিল। কেন্দ্রের সরকার এখন তাই আধারের সাথে রেশন কার্ড যুক্ত করা বাধ্যতামূলক করে দিয়েছে। আর এই কাজ করার সময় ৩০ তারিখ পর্যন্ত বাড়িয়েছে। অনেকেই আছে রেশন ব্যাবস্থার উপর নির্ভর করে জীবন চালায় তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে।

এই লিঙ্ক করলেই যাদের ডুপ্লিকেট আধার কার্ড আছে সেই আধার কার্ড গুলি বাতিল হয়ে যাবে। এই রেশন দুর্নীতির সাথে একাধিক সময় রেশন ডিলারদেরও যুক্ত থাকারও কথা শোনা যায়। তাই বায়োমেট্রিক ব্যাবহার করে এখন প্রত্যেককে রেশন সামগ্রী দেওয়া হয়। সবথেকে বড়ো সুবিধা দেশের যেকোনো জায়গা থেকে বসে রেশন পাওয়া যায়। কেউ কারোর জিনিস নিয়ে আর কালোবাজারে বিক্রি করতে পারবেনা।