কি এই কাজ? জানতে হলে পড়ুন বিস্তারিত।
এখন থেকে জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশনে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক করা হলো। এদিন এমনটাই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। রেজিস্ট্রার জেনারল অফ ইন্ডিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে এই সম্পর্কিত সমস্ত কাজ যতটা দ্রুত সম্ভব শেষ করতে হবে। করে নিতে। বর্তমানে জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশনের আধার কার্ডের লিংক করানো বাধ্যতামূলক নয়। কিন্তু এদিন কেন্দ্রীয় সরকারের ঘোষণার পর বোঝাই যাচ্ছে এটি এখন বাধ্যতামূলক। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে এই নিয়ম প্রণীত হলে কোন সদ্যোজাত কিংবা মৃত ব্যক্তির পরিচয় জানতে অনেক সুবিধা হবে।
কেন্দ্রীয় সরকারের নির্দেশে লেখা রয়েছে, ‘জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশনের ফর্ম পূরণের সময় এর পর থেকে আধার নম্বর রয়েছে কিনা, তা উল্লেখ করতে হবে। ১৯৬৯-র জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন আইনেই এর উল্লেখ্য রয়েছে। ভেরিফিকেশনের জন্য এই নম্বর চাওয়া হচ্ছে। শিশুর পরিচয় প্রমাণের ক্ষেত্রে এই প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ।
কমলো রান্নার গ্যসের দাম, আগামী মাস থেকে গ্যাস বুকিং করলেই পাবেন ২০০ টাকা ভর্তুকি, জানুন কিভাবে?
একইভাবে মা-বাবা, স্ত্রী বা নিকট আত্মীয়র মৃত্যুর ক্ষেত্রেও পরিচয় প্রমাণে কাজে দেবে এই তথ্য।’ জানা যাচ্ছে ইতিমধ্যেই সমস্ত রাজ্য সরকার গুলিকে এই নিয়ম মানতে নির্দিষ্ট গাইডলাইন পাঠানো হয়েছে। একইসঙ্গে তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠানো হয়েছে অ্যাডভাইসারি।
প্রসঙ্গত জানিয়ে রাখি, ২০২০ সালে প্রথমবার এই নিয়ম চালু করার কথা উল্লেখ করেছিল কেন্দ্রীয় সরকার। সুশাসন এবং মানুষের পরিচয় স্বচ্ছতা আনার উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। সূত্র মারফত জানা যাচ্ছে, জানা যাচ্ছে এই নিয়ম কার্যকরী করতে গত বছর থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে দেশের বিভিন্ন আধার সেবা কেন্দ্রে চালু করা হয়েছিল দুটি পাইলট প্রজেক্ট। তবে বর্তমানে সেই পাইলট প্রজেক্টকে বাধ্যতামূলক করার ক্ষেত্রে এগিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার।
এই নির্দেশ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃত ব্যক্তির আধার কার্ড পাওয়া সম্ভব, কিন্তু সদ্যোজাত শিশুর আধারকার্ড কোথায় পাবে বাবা-মা? জানা যাচ্ছে এই সমস্যা দূর করতে কেন্দ্রীয় সরকারের তরফে চিন্তাভাবনা করা হচ্ছে কিছু সাময়িক আধার কার্ড যদি চালু করা যায়। অর্থাৎ সদ্যোজাত শিশুটিকে জন্মের পরপরই একটি সাময়িক আধার কার্ড দেওয়া হবে। কিন্তু নির্দিষ্ট সময় পর পর সেটিকে আপডেট করতে হবে। মূলত সমস্ত প্রকার দুর্নীতি রুখে, এক ব্যক্তির সম্পূর্ণ জীবনচক্রকে আধার কার্ডের সঙ্গে লিংক করতে চাইছে কেন্দ্রীয় সরকার।