জানুন কি সেই কাজ ?
আধার আপডেট নিয়ে বড়ো ঘোষণা UIDAI এর। ১৪ ই জুন দেওয়া হয়েছে শেষ তারিখ আধার আপডেটের। ভারতীয়দের কাছে এখন সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য আধার। তাদের প্রায় সব তথ্যের সাথেই আধার যুক্ত আছে। তাই এটার আপডেট করে রাখাটা ভীষণ জরুরি। কিন্তু আগে সরকার কোনো দিনই এই বিষয়ে পদক্ষেপ নেয়নি।
কিন্তু বর্তমান সময়ে দুর্নীতি আটকাতে সবজিনিসই আপডেট রাখতে চাইছে সরকার। তাদের একাধিক প্রকল্প চলছে যেখানে দুর্নীতি ধরা পড়েছে বারবার। তাই তারা গতিবিধির যাতে সঠিক খবর রাখতে পারে সব তথ্যকে একসূত্রে বাঁধতে চায়। এই ১৪ ই জুনের মধ্যে আধার আপডেট না করালে এরপর থেকে পয়সা দিয়ে আপডেট করাতে হবে।
বাতিল হয়ে যাওয়া এই ৫০ টাকার নোট থেকে আয় করুন লক্ষাধিক টাকা, জানুন কীভাবে?
এই আপডেটের জন্য প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে একটি হাইপার লিংক আসবে। যেখানে গিয়ে একে একে ফটো, ঠিকানার প্রমাণ নথি, ফোন নাম্বারের মতো তথ্য গুলো দিতে হবে। ফোন নাম্বারে ওটিপি চলে যাবে। কিছুদিনের মধ্যেই আপডেট হয়ে চলে যাবে পোষ্টের মাধ্যমে বাড়িতে।
প্রধানত যাদের আধার যখন ১০ বছর আগে তৈরি হয়েছিল তারপর থেকে একবারও আপডেট করেনি তাদের এই আপডেট না করালে কার্ডটি ব্লক করা হতে পারে। আধার কার্ড ব্লক ব্যাঙ্কের কোনো কাজ হবেনা। আধারের সাথে যুক্ত যেকোনো পরিষেবাই ব্যাহত হবে।
তাই পয়সা দিয়ে করার থেকে আগে থেকেই বাড়ি বসে এই কাজ করে নিন। ১৫ ই মার্চ থেকে এই কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। আধারের সাথে প্যান যুক্ত হয়েছে কিছুদিন আগেই। আধারে সমস্যা হলে আয়কর দপ্তরের কাজও হবেনা।