ভারতবর্ষে আপনার পরিচয় কিংবা আইডেন্টিটি প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড। আপনি সরকারি বেসরকারি যেকোনো কাজেই যান না কেন অধিকাংশ জায়গাতেই আপনাকে আধার কার্ড দিতে হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজেও আধার কার্ড প্রয়োজন হয়। এই নথির মাধ্যমে, আপনার পরিচয় যাচাই করে দেখেন আধিকারিকরা। ২০১১-১২ সাল নাগাদ UIDAI দ্বারা আধার কার্ড জারি করা হয়। প্রথমে অনেকেই মনে করতেন এই কার্ড বানালে আপনার গোপনীয়তা ফাঁস হয়ে যাবে। যদিও এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা।
তবে আপনার তথ্য ফাঁস না হলেও, দেখা যায় অনেকের ক্ষেত্রে আধার কার্ডের অপব্যবহার করা হয়। অনেকেই নিজের অজান্তে বড় বিপদে পড়ে যান এর কারণে। তবে এরকম হলে আপনার ঘাবড়ানোর কিছু নেই। প্রথমত, আধার কার্ড হোল্ডারের দায়িত্ব সতর্ক থাকা যাতে এই কার্ড অন্য কারোর হাতে না পড়ে। কিন্তু যদি ভুলবশত এমন কিছু হয় তাহলে কি করবেন? এমন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট কয়েকটি পদক্ষেপ নিতে হবে। এই নিয়ে নিজেদের বিস্তারিত গাইডলাইন প্রকাশিত করেছে আধার কার্ড নির্মাণ সংস্থা UIDAI।
আপনার আধার কার্ডের ছবি বা জেরক্স নিয়ে কেউ যদি কোন অপব্যবহার করতে চায় তাহলে সে পারবে না। এক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি আপনার তরফ থেকে কোন ভুল না হয়। বর্তমানে অধিকাংশ আধার কার্ডই মোবাইল নম্বর দিয়ে লিঙ্ক করানো থাকে। আপনার যদি না করানো থাকে তাহলে অবিলম্বে আধারে লিংক করান। তবে যদি আপনার আধার কার্ড কখনো চুরি হয়ে যায় এবং আপনার মোবাইলে ওটিপি আসে তাহলে ভুলেও সেই ওটিপি কাউকে দেবেন না। না দিলে আপনার বিপদে পড়ার সম্ভাবনা কম। তবে যদি আপনি কোন পাবলিক কম্পিউটার অর্থাৎ, সাইবার ক্যাফে থেকে আপনার ই-আধার ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে একটু সতর্কতা নিতে হবে। ডাউনলোড করার পর প্রিন্ট নিয়ে সঙ্গে সঙ্গে সেই ফাইলটি পাবলিক কম্পিউটার থেকে মুছে দেবেন। এটি বাধ্যতামূলক।
আরও পড়ুন:- সরকারি কর্মীদের জন্য খুশির খবর। পুজোর আগেই বাড়তে চলেছে ৭ হাজার টাকা বেতন।
এছাড়াও আপনার আধার কার্ডকে সুরক্ষিত রাখার জন্য আরও একটি প্রযুক্তি নিয়ে এসেছে UIDAI। যদি আপনার মনে সন্দেহ থাকে কাউকে নিজের আধার কার্ড নম্বর জানাতে, তাহলে আপনি ভিআইডি বা মাস্কড আধার ব্যবহার করতে পারেন। এইরকম কার্ডে আপনার আধার নম্বর গোপন করে দেওয়া থাকে। সেই কার্ডে আপনার আধার নম্বর খানিকটা এরকম দেখাবে- 4321 XXXX XXXX। তবে আপনার চিন্তা করার কোন প্রয়োজন নেই এই ধরনের কার্ড সর্বত্র নেওয়া হয় এখন। তবে এই কার্ড আবেদন করার আগে মাথায় রাখবেন আপনার আধার কার্ড যেন মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা থাকে। মোবাইল নম্বর পাল্টালে আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করাতে হবে।