সময়ের সাথে সাথে ভারত জুড়ে সরকারি হোক বা বেসরকারি যেকোনো ক্ষেত্রেই আধার কার্ডের গুরুত্ব ক্রমান্বয়ে বাড়ছে। আর তাতেই UIDAI -এর পক্ষ থেকে আধার কার্ডকে সর্বক্ষেত্রে ব্যবহারের উপযোগী করে তোলার জন্য নানাধরনের আপডেট লঞ্চ করা হয়ে থাকে। এবার ২০২৩ -এর একেবারে শুরুতেই UIDAI -এর পক্ষ থেকে Aadhaar Card সংক্রান্ত এমনই এক আপডেট করা হলো। UIDAI -এর তরফে প্রকাশিত এই আপডেটে জানানো হয়েছে যে, একটি বিশেষ কাজ সম্পন্ন না করলে ভারতীয় নাগরিকদের আধার কার্ড বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। আর তাতেই আধার কার্ড নিয়ে সমগ্র ভারতের সাধারণ মানুষের মধ্যে নানাধরনের প্রশ্ন উঠেছে।
আর এই সমস্ত প্রশ্নের উত্তরে UIDAI -এর তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে, যেসমস্ত নাগরিকদের আধার কার্ড ১০বছরেরও বেশি পুরোনো অর্থাৎ যেসমস্ত নাগরিকরা ১০ বছর কিংবা তার চেয়েও বেশি সময় আগে Aadhaar Card করিয়েছিলেন এবং সেই সময় থেকে শুরু করে এখনও পর্যন্ত একবারও আধার কার্ড আপডেট বা সংশোধন করেননি তাদের আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে। আর আধার কার্ড বাতিল হওয়ার থেকে বাঁচানোর জন্য ভারতীয় জনসাধারণকে যতো শীঘ্র সম্ভব তাদের আধার কার্ড আপডেট করতে হবে বা আধার কার্ডের ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে।
অর্থাৎ আপনার আধার কার্ডও যদি ১০ বছরের পুরোনো হয়ে থাকে তবে আপনাকেও যতো শীঘ্রই সম্ভব আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্র থেকে ই-কেওয়াইসির প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তবে UIDAI -এর তরফে আরও জানানো হয়েছে যে, এই ১০ বছরের মধ্যে যদি কোনো ব্যক্তি তার আধার কার্ডের সংশোধন অথবা আপডেট করে থাকেন, তবে অবশ্যই তার ই-কেওয়াইসির সম্পন্ন করা হয়েছে। সুতরাং, তাদের ক্ষেত্রে পুনরায় নতুন করে ই-কেওয়াইসি করতে হবে না। এছাড়াও বিভিন্ন সূত্র মারফত দাবী করা হয়েছে যে, UIDAI -এর তরফে সমগ্র ভারতে বসবাসকারী নাগরিকদের ক্ষেত্রে আধার কার্ডের ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছে।
আবেদন করুন লোকপ্রসার প্রকল্পে এবং প্রতি মাসে পেয়ে যান ১০০০ টাকা
অন্যদিকে, UIDAI -এর পক্ষ থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে, নাগরিকরা যদি অত্যন্ত দ্রুত ই-কেওয়াইসি না সম্পন্ন করেন তবে আগামীতে তাদের আধার কার্ড বাতিল বলে ঘোষণা করা হবে। এছাড়াও, বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ইতিমধ্যেই বহু সংখ্যক ভারতীয় নাগরিকের আধার কার্ড বাতিল করা হয়েছে এবং আগামী দিনেও এই প্রক্রিয়া কার্যকর থাকবে। সুতরাং, আপনিও যদি এখনও পর্যন্ত আপনার আধার কার্ডের আপডেট কিংবা সংশোধন না করিয়ে থাকেন তবে যতো দ্রুত সম্ভব আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্র থেকে নিজের আধার কার্ডের কেওয়াইসি সম্পন্ন করুন নতুবা আপনার আধার কার্ডটিও বাতিল হয়ে যেতে পারে।