কেন্দ্রীয় সরকারের তরফে ইতিপূর্বে বারংবার জানানো হয়েছিল যে, এই চলতি মাসের অর্থাৎ মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক (Aadhaar Card Pan Card Link) করা সম্ভব। যেসকল ব্যক্তিরা ৩১শে মার্চের মধ্যে প্যান কার্ড ও আধার লিঙ্ক করবেন না তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং পরবর্তীতে প্যান কার্ডটি পুনরায় কার্যকরী করার জন্য অতিরিক্ত জরিমানা দিতে হবে। এক্ষেত্রে ১,০০০ টাকা থেকে শুরু করে ১০০০০ টাকা পর্যন্ত জরিমানার কথা উল্লেখ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। তবে এবারে আধার ও প্যান কার্ড লিংক (Aadhaar Card Pan Card Link) করার সময়সীমা সংক্রান্ত নির্দেশে এক বিরাট পরিবর্তন আনা হলো।
৩১শে মার্চের পরও লিংক করা যাবে আধার এবং প্যান কার্ড। আজ্ঞে হ্যাঁ, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত এক নির্দেশিকায়। আজ ২৮শে মার্চ, মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সমগ্র দেশের সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, আধার কার্ড ও প্যান কার্ড লিংক করার সময়সীমা বাড়িয়ে ৩০শে জুন, ২০২৩ তারিখ পর্যন্ত করা হয়েছে। আজ এক ট্যুইট মারফত অর্থমন্ত্রকের তরফে এই বিষয়টি সম্পর্কে নাগরিকদের জানানো হয়েছে। এর পাশাপাশি এই নির্দেশিকায় আরো উল্লেখ করা হয়েছে যে, যেসকল নাগরিকরা ৩০শে জুন, ২০২৩ তারিখের মধ্যে আধার কার্ড লিঙ্ক করবেন না তাদের নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হবে।
অর্থ মন্ত্রকের তরফে প্রকাশিত নির্দেশিকা অনুসারে, ৩০শে জুন, ২০২৩ তারিখের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করবেন না তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এমনকী আয়কর রিটার্ন -এর ক্ষেত্রেও কোনোরকম রিফান্ড পাবেন না এই সমস্ত ব্যক্তিরা। যতোদিন না পর্যন্ত পুনরায় প্যান কার্ডটি সক্রিয় করা হবে ততদিন এই সমস্ত রিফান্ডের ওপর কোনোরকম সুদ প্রদান করা হবে না। এছাড়াও ১লা জুলাই থেকে যেসকল ব্যক্তিদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে তাদের উচ্চহারে TDS এবং TCS দিতে হবে।
এখনো করেননি প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক? কি কি সমস্যা আপনার জন্য অপেক্ষা করছে জেনে নিন।
এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, যেসকল ব্যক্তিরা ৩০শে জুন, ২০২৩ তারিখের মধ্যে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করবেন না তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে জরিমানা দেওয়ার মাধ্যমে পুনরায় প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা যাবে। আবেদনের ৩০ দিনের মধ্যে পুনরায় প্যান কার্ড চালু হয়ে যাবে বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী নাগরিকদের আরো খানিকটা সুবিধা প্রদানের উদ্দেশ্যে এবং করদাতাদের আরো একবার প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার সুযোগ দেওয়ার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফে এইরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবেদন করুন বাংলা কৃষি সেচ যোজনায় এবং পেয়ে যান সেচ কাজের জন্য ভালো পরিমান টাকা
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের চেয়ারপার্সন নীতিন গুপ্তা নাগরিকদের উদ্দেশ্যে জানিয়েছেন যে, সমগ্র দেশের ৬১ কোটি মানুষের প্যান কার্ড রয়েছে। এর মধ্যে ৫১ কোটি মানুষ ইতিমধ্যেই প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার কাজটি সম্পন্ন করেছেন। যে ১০ কোটি মানুষ এখনো পর্যন্ত প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার কাজটি সম্পন্ন করেননি তাদের ৩০শে জুন, ২০২৩ তারিখের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে হবে, নতুবা ১লা জুলাই, ২০২৩ তারিখ থেকে নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হবে বলেই জানিয়েছেন তিনি। তবে প্যান কার্ড ও আধার কার্ড লিংক করার এই নতুন সিদ্ধান্তে যথেষ্ট খুশি হয়েছেন সমগ্র দেশের সাধারণ মানুষ। সুতরাং, আপনিও যদি এখনো পর্যন্ত আপনার প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তবে ৩০শে জুন, ২০২৩ তারিখের মধ্যে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পন্ন করুন।