aadhaar-card-photo-change-in-easy-method
Advertisement

পশ্চিমবঙ্গ তথা ভারতীয় নাগরিকদের স্কুল, কলেজ সহ অন্য যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থেকে শুরু করে রেশন পাওয়া থেকে গ্যাস কানেকশন নেওয়া সহ অন্য যেকোনো সরকারি বা বেসরকারি কাজের ক্ষেত্রে আধার কার্ড অন্যতম অপরিহার্য নথি হয়ে উঠেছে। আর UIDAI-এর তরফে আধার কার্ডকে কেন্দ্র করে বারংবার বিভিন্ন ধরনের আপডেট প্রকাশ্যে আনা হয়ে থাকে। আর এবারেও তেমনই এক আপডেট প্রকাশ করা হয়েছে UIDAI -এর পক্ষ থেকে, যার কারণে আগামী দিনে লাভবান হতে চলেছেন নাগরিকরা।

Advertisement

নাগরিকদের সুবিধার মাথায় রেখে ইতিপূর্বেই UIDAI-এর তরফে আধার আপডেটের মাধ্যমে নাগরিকদের নাম, ঠিকানা থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি পরিবর্তনের ব্যবস্থা রাখা হয়েছে। এবারে সেই তালিকায় যুক্ত হল ছবিও। এবার থেকে আপনি চাইলেই আপনার আধার কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন (Aadhaar Card Photo Change)। আর এর জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ১০০ টাকা। অনেক ক্ষেত্রেই আধার কার্ডে নাগরিকদের সঠিক ছবি থাকে না কিংবা ছবি অতিরিক্ত পুরনো হয়ে গেলে আধার কার্ডের ছবির সাথে নাগরিকদের মুখের মিল পাওয়া যায় না, আর তাই UIDAI-এর তরফে ফটো আপডেটের প্রক্রিয়াটি কার্যকর করা হয়েছে।

Advertisement

চলুন তবে জেনে নেওয়া যাক আপনারা কিভাবে আপনাদের আধার কার্ডের ছবিটি আপডেট করতে পারবেন (Aadhaar Card Photo Change):-
আধার কার্ডের ছবি আপডেট করার ক্ষেত্রে আপনাকে প্রথমেই UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ -এ যেতে হবে। পরবর্তীতে হোম পেইজে থাকা Get Aadhaar অপশনের আওতায় থাকা Book an Appointment বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার নিকটবর্তী অধার সেবা কেন্দ্রটি বেছে নিয়ে proceed to book an appointment অপশনে ক্লিক করতে হবে।

৩ লাখ নাম বাদ গেলো বৃদ্ধভাতা ও বিধবা ভাতা থেকে। আপনার নাম বাদ যায়নি তো এখনই দেখে চেক করুন।

উপরোক্ত অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ আসবে যাতে আপনি তিনটি অপশন দেখতে পারবেন। এর মধ্যে থেকে আপনাকে Aadhaar Update অপশনটি বেছে নিতে হবে এবং আপনার মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখে নিচে থাকা ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে Generate OTP অপশনে ক্লিক করতে হবে। উল্লিখিত অপশনে ক্লিক করলেই আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, যেটি আপনাকে সঠিক স্থানে সঠিকভাবে লিখে Verify OTP অপশনে ক্লিক করে ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন

ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলেই ফটো আপডেটের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি আপনার সামনে চলে আসবে। এক্ষেত্রে ফর্মে আপনাকে আপনার নাম, আধার নম্বর, আপনি ভারতীয় নাগরিক কিনা, রাজ্য, শহর অথবা গ্রাম এবং আধার সেবা কেন্দ্র সঠিকভাবে নির্বাচন করে নিয়ে Next অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি আপনার কোন তথ্যটি আপডেট করতে চাইছেন তা সিলেক্ট করে নিতে হবে। ফটো আপডেট করার ক্ষেত্রে আপনাকে Biometric অপশনটি বেছে নিতে হবে এবং Next বাটনে ক্লিক করতে হবে।

পরবর্তীতে আপনাকে আপনার সুবিধা অনুসারে তারিখ এবং সময় বেছে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। এরপর Next অপশনে ক্লিক করলেই আপনি ফর্মটির প্রিভিউ দেখতে পারবেন। সমস্ত তথ্য সঠিক থাকলে Next অপশনে ক্লিক করতে হবে এবং এরপর পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন হলেই আপনি একটি পিডিএফ পাবেন যাতে বুকিং সংক্রান্ত সমস্ত ডিটেইলস থাকবে। এটি প্রিন্ট করে বুকিং-এর তারিখে নির্দিষ্ট সময়ে ও উল্লিখিত আধার সেবা কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং সেখানকার কর্তৃপক্ষের মাধ্যমে ফটো আপডেটের (Aadhaar Card Photo Change) প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। ফটো আপডেটের আবেদনটি সম্পূর্ণ হলে আপনাকে একটি স্বীকৃতি স্লিপ এবং ইউআরএন নম্বর দেওয়া হবে যার মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন ফটো আপডেটের প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে কিনা।