নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগেই ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র ভারতের সাধারণ মানুষ এবং ট্যাক্স প্রদানকারী নাগরিকদের মাথায় রেখে আধার এবং প্যান সংযুক্তিকরণের (Aadhaar PAN Link) সময়সীমা বাড়ানো হয়েছিল। বিগত ২৮শে মার্চ অর্থমন্ত্রকের তরফে প্রকাশিত একটি নির্দেশিকায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে PAN কার্ড এবং আধার কার্ড লিঙ্ক (Aadhaar PAN Link) করার এই নতুন সময়সীমা সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে জানানো হয়েছিল। এর পাশাপাশি আরও কতোগুলি বিষয় সম্পর্কে নাগরিকদের সতর্ক করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফে নতুন নির্দেশিকা জারি করার ফলে আধার এবং PAN লিংক করার ক্ষেত্রে পূর্বের নিয়মগুলি বহাল রয়েছে কিনা তা নিয়ে অধিকাংশ নাগরিকের মধ্যে নানাবিধ প্রশ্ন উঠেছে।
আধার ও প্যান লিংক করার ক্ষেত্রে পূর্বের মতোই ১০০০ টাকা জরিমানা দিতে হচ্ছে কিনা সেই বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন নাগরিকরা। অধিকাংশ ক্ষেত্রেই আধার কার্ড এবং প্যান কার্ড লিংক সংক্রান্ত সমস্ত নিয়মগুলি সঠিকভাবে না জানার কারণে আধার ও প্যান কার্ড লিঙ্ক করার সময় নাগরিকদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর তাতেই আজকে আমরা এই পোস্টে আধার কার্ড সম্পর্কিত সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চলেছি।
চলুন তবে আধার ও প্যান কার্ড লিংক করার ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত বিষয়গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক:-
১. সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস -এর প্রকাশিত নির্দেশিকায় সাধারণ মানুষের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, ৩০শে জুন, ২০২৩ তারিখ পর্যন্ত আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করানো সম্ভব। যেসকল নাগরিকরা এই সময়ের মধ্যে আধার ও PAN কার্ড লিংক করাবেন না ১লা জুলাই, ২০২৩ তারিখ থেকে তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।
২. বাড়িতে বসে আধার কার্ড ও PAN কার্ড লিঙ্ক করার জন্য যেকোনো ব্যক্তিকে আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometax.gov.in/iec/foportal/ -এ যেতে হবে। পরবর্তীতে হোম পেইজে থাকা Quick Links -এর আওতাধীন Link Aadhaar অপশনের মাধ্যমে সাধারণ জনগণ তাদের আধার ও প্যান কার্ড লিংক করতে পারবেন। এছাড়াও সাধারণ জনগণ তাদের ফোনের এসএমএস অপশনে গিয়ে UIDPAN, আধার নম্বর এবং প্যান নম্বর সঠিকভাবে লিখে 567678 বা 56161 নম্বরে মেসেজ করার মাধ্যমে PAN ও তাদের আধার কার্ড লিঙ্ক করতে পারবেন।
৩. এছাড়াও ভারতব্যাপী যেসমস্ত নাগরিকদের এখনো পর্যন্ত আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করা হয়নি তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, আগের মতোই আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে আপনাকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। আধার কার্ড ও প্যান কার্ড লিংক করার শেষ সময়সীমা পরিবর্তন আনা হলেও জরিমানার ক্ষেত্রে কোনোরূপ পরিবর্তন করা হয়নি অর্থমন্ত্রকের তরফে।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
প্রসঙ্গত উল্লেখ্য ১লা জুলাই, ২০২৩ তারিখের পর যাদের প্যান কার্ড ও আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে সেই সমস্ত নাগরিকরা নিজেদের পুরনো প্যান কার্ডের মাধ্যমে নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। অন্যদিকে, তারা আয়কর রিটার্নের ক্ষেত্রে রিফান্ড পাবেন না। এমনকী এই সমস্ত ব্যক্তিদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণে তাদের থেকে উচ্চহারে TCS ও TDS কাটা হবে। সুতরাং, আপনিও যদি এখনো পর্যন্ত আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তবে এখনই আয়কর ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করে নিন।
প্রচুর রেশন কার্ড ডিঅ্যাকটিভ করা হচ্ছে। আপনারটা চেক করুন এই সহজ পদ্ধতিতে।
যদিও অনেক ক্ষেত্রেই নাগরিকরা সঠিকভাবে জানেন না তাদের আধার কার্ড ও প্যান কার্ড আগে থেকে লিংক করা রয়েছে কিনা। আর এই বিষয়টি নিয়ে স্পষ্ট ভাবে না জানার কারণে বহুক্ষেত্রের ভারতীয় জনগণ তাদের আধার ও প্যান কার্ড লিংক করে উঠতে পারছেন না। এই সমস্ত নাগরিকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা বাড়িতে বসেই নিজের মোবাইল ফোনের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে জেনে নিতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে লিংক করা রয়েছে কিনা। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের দৌলতে বর্তমানে আপনারা আধার ও প্যান কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা তা জানা থেকে শুরু করে বাড়িতে বসেই ১,০০০ টাকা জরিমানা দিয়ে আধার ও প্যান কার্ড লিঙ্ক করা পর্যন্ত সমস্ত কাজ করে নিতে পারবেন।