পুরোটা জানতে পড়ুন বিস্তারিত।
বন্ধ হয়ে যাবে না তো আপনার প্রাপ্ত রেশন কিংবা স্কলারশিপ? এই কাজটা করানো থাকলে আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যেতে পারেন, না করানো থাকলে আপনার হাতে রয়েছে মাত্র দুদিন। তার মধ্যে না করানো থাকলে রেশন, ভাতার টাকা, গৃহঋণে ছাড়, স্কলারশিপ কিংবা ট্যাক্স রিটার্নেও সমস্যায় পড়তে পারেন আপনি। কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই টুইট করে জানানো হয়েছে সকল ভারতবাসী যেন ১৪ জুন ২০২৩ এর মধ্যে তাদের আধার কার্ড আপডেট করে নেন।
ভারত সরকারের তরফে জানানো হয়েছে যে সকল ব্যক্তি বিগত ১০ বছর ধরে আধার কার্ড আপডেট করেননি তারা অবিলম্বে আধার কার্ড আপডেট করুন। আগামী ১৪ই জুন, ২০২৩ এর মধ্যে আপনি একেবারে বিনামূল্যে আপডেট করতে পারেন আধার কার্ড। কিন্তু ওই দিনের পর আপডেট করতে গেলে আপনাকে আলাদা করে চার্জ দিতে হবে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যারা বিগত ১০ বছর ধরে আধার কার্ডে ডেমোগ্রাফিক আপডেট করার নেই তারা অবিলম্বে আপডেট করান। না করালে পূর্ব উল্লেখিত সব সুবিধার থেকে বঞ্চিত হতে পারেন আপনি।
প্যান-আধার লিঙ্ক করানো না থাকলে কী কী সমস্যায় পড়তে পারেন? জানুন।
আমরা সকলেই জানি এখন সবকিছুতেই প্রয়োজন আধার কার্ড। স্কলারশিপ, ব্যাংক একাউন্ট ওপেনিং, লোন থেকে শুরু করে ট্যাক্স প্রদান করার সময় বিভিন্ন সুবিধা পেতে প্রয়োজন হয় আধার কার্ড। তাই দশ বছর হয়ে গেলে আধার কার্ডের তথ্য আপডেট করা আবশ্যিক করে দিয়েছে ভারত সরকার। ভারত সরকারের আধার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তারা এখনো আধার কার্ডের ডেমোগ্রাফিক আপডেট করার নেই তারা সকলেই উক্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন।
স্কলারশিপ, বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন ভাতার খাতে জনগণকে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা দিয়ে থাকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। তাই আপনিও যদি সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তা হতে চান অবিলম্বে আপডেট করিয়ে ফেলুন নিজের আধার কার্ড।