আধার কার্ডের এই নয়া পরিবর্তন কি? জানতে হলে পুরোটা পড়ুন।
আধার কার্ড নিয়ে বড়ো ঘোষণা কেন্দ্রের। তবে এবার কোনো লিঙ্ক নয় আধার কার্ড বিষয়ক তথ্যের পরিবর্তন করতে চলেছে UIDAI. আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে ইতিমধ্যেই । কিন্তু এই কাজ অনেকদিন সম্পূর্ণ করায় অনেকেই জানেনা তাদের কোন নাম্বার দেওয়া আছে আধার কার্ডে। তাই ওটিপি সংক্রান্ত কোনো কাজ হলে কোন নাম্বারে ওটিপি যাচ্ছে বুঝতে পারেনা। সেই কারণে অন্যরা ওটিপি পেয়ে গেলে বিপদে পড়তে হয়।
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় খবর, আজই করুন এই কাজটি নইলে ঢুকবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা।
চারিদিকে সাইবার ক্রাইমের চক্রান্তে ভর্তি। কোনো তথ্য না জানা থাকলেও অনায়াসে আপনার ফোন নম্বর আইডি হ্যাক করে যেকোনো কাজ চালাতে পারে। এই ওটিপি থেকে হ্যাক করা আবার অত্যন্ত সহজ হয়ে পড়ে। এবার থেকে আধার ঘোষণা করেছে অ্যাপ থেকে মোবাইল নম্বর, ইমেল যুক্ত করা যাবে।
আর যখনই এই যুক্ত করতে যাবে তখনই কোন মোবাইল নাম্বার যুক্ত আছে জানা যাবে। এতে আর অন্য কেউ জানতে পারবেনা। তাতে সিকিউরিটি সম্পূর্ণভাবে নিশ্চিত থাকে। আধারের সাথে অন্য সব তথ্যই যুক্ত আছে। আধারকে অতিরিক্ত নিরাপত্তায় রাখার জন্য মাস্কড আধার তৈরি হয়েছে। মাস্কড আধারে আধার নাম্বার সম্পূর্ণ কেউ জানতে পারবেনা। কিছু নাম্বার জানা যায়। এতে সম্পূর্ণ আধারও কোনো সংস্থা জানতে পারবেনা।
সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link