আধার আপডেটের নতুন তারিখ জানতে হলে পড়ুন বিস্তারিত।
আধার আপডেটের তারিখ নতুন করে বাড়ালো UIDAI. ১৪ ই জুন আধার আপডেটের শেষ তারিখ ছিল ফ্রীতে করতে চাইলে। সেই নোটিশ এখন পরিবর্তন করা হয়েছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে একাধিক ব্যাক্তি আছে যাদের আধার প্রথম শুরু হওয়ার পর থেকে এখনো অবধি কোনো আপডেট হয়নি তাদের আধার আপডেট এখন বাধ্যতামূলক হয়ে গেছে।
প্রথম তৈরি আধারের সাথে এখনের আধারের আকাশ পাতাল তফাত। একাধিক আপডেটের ভিতর দিয়ে গেছে আধার পরিষেবা। বায়োমেট্রিক থেকে ফোন নাম্বার সব কিছুতেই পরিবর্তন এসেছে। এমনকি তথ্য চিত্র হিসাবে যেহেতু এটা গুরুত্বপূর্ণ তাই ১০ বছর আগের ফটোর থেকে এখনের ফটোতেও অনেক পরিবর্তন এসেছে। তাই আধার ব্লক হওয়ার আগে আপডেট করিয়ে নিন।
ন্যাশানাল স্কলারশিপ 2023, আবেদন করলেই পাবেন নগদ ৫০০০০ টাকা, জানুন আবেদন পদ্ধতি।
এইবার আধার আপডেটের জন্য দুটি তথ্য খুবই জরুরি। আপডেট হবে দুটি তথ্য দিয়ে POI, POA. প্রুফ অফ আইডেন্টিটি(POI) তে ২৪ টি ফাইল আপলোড করতে হবে PDf, jpg, jfg ফাইল হিসাবে এবং Proof Of Address(POA) হিসাবে ২৯ টি ফাইল আপলোড করে। ওয়েবসাইটে তথ্য দেওয়ার আগে মাথায় রাখতে ইতিমধ্যেই আপনার কিছু তথ্য ওখানে সেভ করা আছে। তাই আপনার এই তথ্য যদি অন্য হয় তাহলে মিলবেনা এবং বাতিল হয়ে যেতে পারে।সেক্ষেত্রে যখন লাল দেখাবে ওয়েবসাইটে আপনাকে সাবধান হয়ে যেতে হবে।
UIDAI এ আবেদন করবেন কীভাবে- আপনার রেজিস্ট্রেশন করা ফোন নাম্বারে ওটিপি আসবে। এরপর আগের আপনার সব তথ্য দেখতে পাবেন এবং আপডেটের জন্য হাইপার লিংকে ক্লিক করতে হবে। পরিচয়পত্রের ঠিকানার প্রমাণপত্র স্ক্যান করে জমা দিতে হবে। এরপর ১৪ ডিজিটের রিকোয়েস্ট নাম্বার পাঠানো হবে। তারপরই আপনার আপডেট সম্পূর্ণ হবে।