ভারতবাসীর সুবিধার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে বারংবার বিভিন্ন ধরনের নিয়ম কার্যকর করা হয়ে থাকে। আর এবারে কেন্দ্রীয় সরকারের তরফে এমন এক পদক্ষেপ নেওয়া হলো, যার ফলে আগামী দিনে সমগ্র ভারতবাসী উপকৃত হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য জানা গিয়েছে যে, এবার থেকে আর আলাদা আলাদা করে প্যান কার্ড, রেশন কার্ডের মতো নথিগুলি আপডেট করতে হবে না। শুধুমাত্র আধার কার্ড (Aadhaar Card) আপডেট করলেই অন্যান্য নথিগুলি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, দেশবাসীর সুবিধা দিকটি মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের তরফে এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, আগামী দিনে প্যান কার্ড, রেশন কার্ডের মতো নথিগুলির বিভিন্ন তথ্য আপডেট করার জন্য নাগরিকদের বিভিন্ন সরকারি অফিসের লম্বা লাইনে দাঁড়াতে হবে না, শুধুমাত্র আধার কার্ড (Aadhaar Card) আপডেট করার মাধ্যমে তারা এই সমস্ত নথিগুলির বিভিন্ন তথ্য অটোমেটিক আপডেট হয়ে যাবে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী এই নয়া উদ্যোগের সুবিধা সকলে পাবেন না।
বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে, যে সমস্ত নাগরিকরা তাদের আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সহ অন্যান্য নথিগুলি DigiLocker -এ সংরক্ষিত রাখবেন তারাই কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের এই নতুন নিয়মের সুবিধা পেতে চলেছেন। অর্থাৎ একজন ব্যক্তি ডিজিলকারে যেসমস্ত নথিগুলি সুরক্ষিত রাখতে চাইবেন সেই সমস্ত নথিগুলির তথ্য আধার কার্ড আপডেটের মাধ্যমে অটোমেটিক আপডেট করা যাবে। তবে এক্ষেত্রে দেশবাসী নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন তারা এই পরিবর্তন তাদের অন্যান্য নথিগুলিতে চান কিনা, তাদের সিদ্ধান্ত অনুসারে অন্যান্য নথিগুলির অটোমেটিক আপডেট করা হবে।
ইলেকশন কমিশন সকল ভারতীয়দের দিচ্ছেন এই সার্টিফিকেট। আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে ক্লিক করুন।
যদিও কবে থেকে এই অটো আপডেটেড সিস্টেম কার্যকরী হবে তা সম্পর্কে কোনো তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। তবে কেন্দ্রীয় সরকার প্রকাশিত তথ্য জানা গিয়েছে যে, এই অটো আপডেট সিস্টেম কার্যকর হতে এখনো বেশ কিছুটা সময় লাগবে। এই নতুন উদ্যোগটি কার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ সফ্টওয়্যার এপিআই (API) এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস তৈরি করা হবে বলেই দাবি করা হয়েছে বিভিন্ন সূত্রের তরফে।
তবে আগামী দিনে এই নয়া সিস্টেম কার্যকর হলে ভারতের সাধারণ মানুষকে বিভিন্ন নথির তথ্য আপডেট করার ক্ষেত্রে কোনোরকম সমস্যার সম্মুখীন হতে হবে না বলেই মনে করা হচ্ছে ওয়াকিবহাল মহলের কর্তা ব্যক্তিদের তরফে। এর মাধ্যমে যেমনভাবে সমস্ত নথিগুলির বিভিন্ন তথ্য একই রাখা যাবে, ঠিক তেমনভাবেই যেসমস্ত ব্যক্তিদের কাজের প্রয়োজনে বারংবার বাসস্থান পরিবর্তন করতে হয় তাদেরও যথেষ্ট সুবিধা হবে। এমনকী কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে আগামী দিনের বিভিন্ন নথি জাল হওয়ার সম্ভাবনা কমবে বলেই দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্রের তরফে।