করোনা মহামারি চলাকালীন কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সমগ্র ভারতের জনসাধারণের জন্য ডিজিটাল রেশন কার্ড কার্যকরী করা হয়েছিল। আর মহামারী চলাকালীন রেশন কার্ডের আওতায় ভারতীয় নাগরিকরা তাদের ক্যাটাগরি অনুসারে যথেষ্ট স্বল্পমূল্যে বা বিনামূল্যে চাল, গম সহ অন্যান্য খাদ্যশস্য পেয়ে থাকেন। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য রাজ্য সরকারের তরফেও দুটি ক্যাটাগরির রেশন কার্ড কার্যকরী করা হয়েছিল। সুতরাং, কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে মোট ৫ টি ক্যাটাগরির রেশন কার্ড কার্যকর করা হয়েছে, আর এগুলি হলো:- AAY, PHH, SPHH, RKSY I, RKSY II
এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কার্যকরী AAY, PHH, SPHH কার্ডগুলির আওতায় থাকা ব্যক্তিরা রেশন থেকে চাল, গম সহ অন্যান্য দ্রব্য স্বল্পমূল্যে অথবা বিনামূল্য পেয়ে থাকেন। অন্যদিকে, RKSY I এবং RKSY II কার্ডের আওতায় থাকা ব্যক্তিদের অন্যান্য কার্ডগুলির তুলনায় অধিক মূল্যে চাল, গম সহ অন্যান্য দ্রব্য রেশন থেকে কিনে নিতে হয়। যার ফলে অনেক ক্ষেত্রেই RKSY I এবং RKSY II কার্ডের আওতায় থাকা ব্যক্তিরা নিজেদের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করে AAY/ PHH/ SPHH ক্যাটাগরিভুক্ত করতে চান (APL Ration Card To BPL Ration Card)। তাই কিভাবে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার সম্ভব তা নিয়েই নানাধরনের প্রশ্ন উঠেছে রাজ্যের নাগরিকদের মধ্যে।
২০২২ সালে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের নিয়োগ কবে হবে? কি জানালেন গৌতম পাল মহাশয়?
ইতিপূর্বে রাজ্য সরকারের তরফে কার্যকরী ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নাগরিকরা নিজেদের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তনের জন্য আবেদন জানাতে পারতেন। তবে এবারে রাজ্য সরকারের তরফে এমন এক উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে রাজ্যে বসবাসকারী নাগরিকদের রেশন কার্ডের ক্যাটাগরি খাদ্য দপ্তরের তরফেই পরিবর্তন করে দেওয়া হবে। এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, রাজ্যের যেসমস্ত পরিবারগুলির একজন সদস্যের রেশন কার্ড PHH/ SPHH -এর মধ্যে যেকোনো একটি ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেই সকল পরিবারের অন্যান্য সদস্যদের রেশন কার্ড স্বয়ংক্রিয়ভাবে PHH অথবা SPHH ক্যাটাগরির আওতাভুক্ত করা হবে।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
তবে এক্ষেত্রে পরিবারের প্রধান সদস্যের রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারেই অন্যান্য সদস্যদের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করে দেওয়া হচ্ছে (APL Ration Card To BPL Ration Card)। সুতরাং, এবার থেকে রাজ্যের নাগরিকদের রেশন কার্ড পরিবর্তনের জন্য আর আলাদা করে কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে না। রাজ্য সরকারের তরফে পরিবারের প্রধান সদস্য রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারেই পরিবারের অন্যান্য সদস্যদের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করে দেওয়া হবে। আর ইতিমধ্যেই বিভিন্ন সূত্র মারফত এই খবর প্রকাশ্যে আসায় রাজ্য সরকারের তরফে গৃহীত এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যে বসবাসকারী সাধারণ মানুষ সহ ওয়াকিবহাল মহলের কর্তারা।