মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প, যোজনা, স্কলারশিপ থেকে শুরু করে নতুন নতুন উদ্যোগ কার্যকরী করা হয়ে থাকে। আর এবারে এই নতুন বছরের শুরুতেই আবারো বাঙালিদের জন্য এমন এক নতুন পদক্ষেপ কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে আখেরে সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের নাগরিকরাই।
রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, জন্মসূত্রে বাঙালি হওয়া সত্ত্বেও যেসমস্ত নাগরিকরা কর্মসূত্রে অথবা শিক্ষার জন্য বাংলার বাইরে রয়েছেন তাদের জন্য এবারে রাজ্য সরকারের তরফে এক নতুন কার্ড কার্যকর করা হয়েছে। রাজ্য সরকারের তরফে কার্যকরী কার্ডটি আপন বাংলা কার্ড (Apon Bangla Card) নামেই পরিচিতি লাভ করেছে। রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে আরো জানা গিয়েছে যে, আগামী দিনে এই কার্ডের মাধ্যমেই প্রবাসী বাঙালিরা বাংলার যেকোনো অনুষ্ঠান যোগ দিতে পারবেন।
উচ্চমাধ্যমিক নিয়ে ২০ দফা গাইডলাইন জারি করলো পর্ষদ। নিয়ম না মানলে পরীক্ষা বাতিল
যে সকল প্রবাসী বাঙালিদের এই আপন বাংলা কার্ড থাকবে তারা বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, কলকাতা আন্তর্জাতিক বইমেলা, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো অন্যান্য ক্ষেত্রগুলিতে অগ্রাধিকার পাবেন। এমনকী বিদেশের মাটিতে যেকোনো রকম সমস্যার সম্মুখীন হলে প্রবাসী বাঙালিরা এই কার্ডের মাধ্যমে রাজ্য সরকারের সহায়তা পাবেন। এছাড়াও আরো জানা গিয়েছে যে, প্রবাসী বাঙ্গালীদের সমস্যার সমাধান করার জন্য এবং তাদের যেকোনো সমস্যা থেকে উদ্ধারের জন্য প্রয়োজনে বিশেষ স্কিম পর্যন্ত লঞ্চ করা হতে পারে রাজ্য সরকারের তরফে।
ইতিমধ্যেই আপন বাংলা কার্ড (Apon Bangla Card) সম্পর্কিত সমস্ত তথ্য উল্লেখ করে এক নতুন ওয়েবসাইট https://aponbangla.wb.gov.in/ কার্যকর করা হয়েছে। আপন বাংলা ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে আপন বাংলা কার্ড পাওয়ার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে আপন বাংলা কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://aponbangla.wb.gov.in/ -এ গিয়ে হোম পেইজে থাকা মেনু বারে ক্লিক করে Services -এর আওতায় থাকা Register With Us অপশনে ক্লিক করতে হবে।
জিওর নতুন রিচার্জ প্ল্যান, ১৪৯ টাকায় পাওয়া যাবে রোজ ১ জিবি করে ডেটা
এরপর নিজের নাম, জন্মতারিখ, পাসপোর্ট ডিটেইলস, বর্তমানে আপনি যে দেশে বাস করছেন তার নাম, নিজের বর্তমান ঠিকানা, পশ্চিমবঙ্গে তার যে ঠিকানায় আপনি বসবাস করতেন সেটি, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস, আপনি NRI নাকি PIO নাকি OCIs তা সঠিকভাবে উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় নথিগুলি আপলোড করতে হবে। এরপর আপনার রেজিস্ট্রার্ড ইমেল অ্যাড্রেস একটি সিক্রেট পিন পাঠানো হবে। আপনার পাসপোর্ট নম্বর এবং এই সিক্রেট পিন এর মাধ্যমে আপনাকে লগইন-এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
এক্ষেত্রে registration-এর ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত নথিগুলি আপলোড করার পর আপনার ইমেইল অ্যাড্রেসে একটি সিস্টেম জেনারেটর লিংক পাঠানো হবে। এই লিঙ্কের মাধ্যমেই আপনি আপনার আপন বাংলা কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক আপন বাংলা কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে কোন কোন নথি প্রয়োজন হবে:-
১. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো।
২. আবেদনকারীর স্বাক্ষর।
৩. আবেদনকারীর পাসপোর্ট।
৪. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র।