application-process-of-swami-vivekananda-scholarship-has-been-started
Advertisement

যারা এবছর মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে এবং যারা একাদশ শ্রেণি থেকে পাস করে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য সুখবর। শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার প্রক্রিয়া। অনেক দরিদ্র কিন্তু মেধাবী ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের দিকে তাকিয়ে থাকে প্রতিবছর। এই স্কলারশিপের মাধ্যমেই তারা তাদের পড়াশোনার খরচ বহন করে। স্বাভাবিকভাবেই আবেদন প্রক্রিয়া পুনরায় শুরু হতেই খুশির হাওয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে।

Advertisement

পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপটির অপর নাম হল বিকাশ ভবন স্কলারশিপ (Bikash Bhaban Scholarship)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে এই স্কলারশিপ চালু করেন। এই স্কলারশিপের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর থাকা আবশ্যক। যারা সেই নম্বর কিংবা তার বেশি পেয়ে সফলভাবে উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে বা কলেজে ভর্তি হয়েছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। কলেজ পড়ুয়াদের জন্য অবশ্য এই স্কলারশিপ এখনো চালু হয়নি। মনে করা হচ্ছে কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হলেই তা চালু হয়ে যাবে।

Advertisement

আরও পড়ুন:- এই টেকনিক কাজে লাগালে তৎখনাৎ পাওয়া যাবে ট্রেনের কনফার্ম টিকিট। জেনে নিন বিস্তারিত।

তবে ইতিমধ্যেই মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রী এবং সদ্য দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য বিকাশ ভবন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা ২০২৩ সালে মাধ্যমিক পাস করেছে তারা ফ্রেশ এপ্লিকেশন করবে এবং যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ বর্তমানে দ্বাদশ শ্রেণীতে আছে, তারা রিনিউয়ালের জন্য আবেদন করবে।

বিকাশ ভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে গত ১২ই জুলাই বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে আবেদন এবং রিনিউয়াল করার প্রক্রিয়া। অবশ্য বিকাশ ভবনের তরফে আবেদন শেষ কবে তা জানানো হয়নি। তবে সব বিদ্যার্থীদের সুবিধার্থে জানানো যাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে দেওয়ার জন্য। আরো ফ্রেশ এপ্লিকেশন করবে, তাদের বেশ কিছু নথিপত্র লাগবে। সেগুলি অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা আছে।