কৃষিক্ষেত্রে ভালো ফলন পাওয়ার জন্য উন্নতমানের সেচ ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয়। অনেক ক্ষেত্রেই কৃষকরা তাদের আর্থিক অবস্থার কারণে কৃষি জমিতে উন্নত সেচ ব্যবস্থার আয়োজন করতে পারেন না যার ফলে কৃষিজমির ফলন ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়টি মাথায় রেখে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের সহায়তা করার জন্য এমন এক নতুন প্রকল্প (Bangla Krishi Sech Yojana) কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে কৃষকদের জমিতে সেচের জন্য প্রয়োজনীয় খরচের ১০০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কার্যকরী প্রকল্পটি বাংলা কৃষি সেচ যোজনা নামেই পরিচিতি পেয়েছে।
রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে, কৃষিক্ষেত্রে জল সেচের জন্য ড্রিপ সেচ ও স্প্রিংলার সেচে ব্যবস্থা করার জন্য কৃষকদের যে অংকের টাকা খরচ হবে তার ৪৫ শতাংশ থেকে শুরু করে ১০০ শতাংশ টাকা ভর্তুকি স্বরূপ রাজ্য সরকারের তরফে দেওয়া হবে। তবে একজন কৃষক কতো শতাংশ ভর্তুকি পাবে তা নির্ভর করছে উক্ত কৃষকের জমির পরিমাণের উপর। এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে সমগ্র রাজ্যের কৃষকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, যেসকল কৃষকদের ২ হেক্টর থেকে ৫ হেক্টর পরিমাণ জমির রয়েছে তারা এই যোজনা আওতায় ৪৫ শতাংশ ভর্তুকি পেয়ে থাকেন। অন্যদিকে, যেসমস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ০.২ হেক্টর থেকে ২ হেক্টরে জমি রয়েছে তারা বাংলা কৃষি সেচ যোজনার আওতায় ১০০ শতাংশ ভর্তুকি পাবেন বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্যে।
এর পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত তথ্যে আরও জানানো হয়েছে যে, বাংলা কৃষি সেচ যোজনার (Bangla Krishi Sech Yojana) আওতায় আবেদনের ক্ষেত্রে কৃষকদের তাদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে কৃষি অধিকর্তার দপ্তর থেকে বাংলা সেচ যোজনায় আবেদনের ক্ষেত্রে আবশ্যক ফর্মটি সংগ্রহ করতে হবে। এরপর ফর্মে উল্লিখিত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিগুলি যুক্ত করে ফর্মটি পুনরায় কৃষি অফিসে জমা করতে হবে। তাহলেই এই যোজনার আওতায় আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এছাড়াও সাধারণ মানুষের সুবিধার জন্য রাজ্য সরকারের তরফে আরও এক নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
৩রা এপ্রিল মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে বন্ধ থাকতে চলেছে সমস্ত কিছু। বিজ্ঞপ্তি প্রকাশ অর্থদপ্তরের
ইতিমধ্যেই রাজ্য সরকারের প্রকাশিত তথ্য জানানো হয়েছে যে, আগামী মাসে অর্থাৎ ১লা এপ্রিল থেকে রাজ্যজুড়ে যে দুয়ারে সরকারের ক্যাম্প আয়োজিত হতে চলেছে তার মাধ্যমে রাজ্যের কৃষকরা স্প্রিংলার সেচের ক্ষেত্রে যে ভর্তুকি পাওয়া যায় তার জন্য আবেদন জানাতে পারবেন। সুতরাং, আপনিও যদি স্প্রিংলার সেচের ভর্তুকির জন্য আবেদন জানাতে চান তবে আপনার বাড়ির নিকটবর্তী দুয়ারে সরকারে ক্যাম্প থেকেই অত্যন্ত সহজেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।
প্রকাশিত হলো ভোটার কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ। এখনই জেনে নিন।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিসমূহ:-
১. আবেদনকারীর আধার কার্ড।
২. আবেদনকারী ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেইলস।
৩. জমির রেকর্ড অথবা দলিল।
৪. আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৫. বৈধ মোবাইল নম্বর।