apply-national-family-benefit-scheme
Advertisement

সমগ্র ভারতের দরিদ্র এবং পিছিয়ে পড়া অসহায় শ্রেণীর মানুষদের জীবনযাপনের ক্ষেত্রে এবং আর্থিকক্ষেত্রে সুবিধা প্রদানের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে বারংবার বিভিন্ন ধরনের প্রকল্প কার্যকর করা হয়ে থাকে। আর কেন্দ্রীয় সরকার এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি প্রকল্প হলো জাতীয় পরিবার সহায়তা প্রকল্প বা NFBS (National Family Benefit Scheme)। এই প্রকল্পের আওতায় বেশ কিছু শর্তের অধীনে ভারতে বসবাসকারী সাধারণ নাগরিকদের ২০,০০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে। চলুন তবে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক,

Advertisement

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ভারতের বসবাসকারী যেসমস্ত মানুষ দরিদ্র সীমার নিচে রয়েছেন তাদের পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য যদি কোনোভাবে মারা যান তবে ওই পরিবারটিকে আর্থিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে এবং সমাজের অন্যান্য ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফের National Family Benefit Scheme প্রকল্প কার্যকর করা হয়েছে। এই প্রকল্পের আওতায় দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের মূল উপার্জনশীল সদস্য মারা গেলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওই পরিবারকে ২০,০০০ টাকা দিয়ে সহায়তা করা হয়ে থাকে।

Advertisement

তবে National Family Benefit Scheme -এর অধীনে নিজের নাম নথিভুক্ত করার জন্য ভারতীয় নাগরিকদের বেশ কতোগুলি শর্ত মেনে চলতে হয়। আর কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা এই শর্তগুলি হলো:-
১. উক্ত প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. উক্ত পরিবারকে অবশ্যই দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবার হতে হবে। অন্যভাবে বলা যায় যে, কেবলমাত্র বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলিই এই প্রকল্পের সুবিধা পাবে।

টেট তো পাশ করলেন! কোন জেলায় আপনার নিয়োগ হবে জানেন কি?

৩. পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যু হলে তবেই এই প্রকল্পের আওতায় অনুদান পাওয়া সম্ভব। এক্ষেত্রে মৃত্যুর সময় পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্যের বয়স ১৮ বছর থেকে শুরু করে ৬০ বছরের মধ্যে হওয়া আবশ্যক।

৪. আবেদনকারীকে অবশ্যই মৃত ব্যক্তির আইনত উত্তরাধিকারী হতে হবে।

এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে আরো জানানো হয়েছে যে, এই প্রকল্পের আওতায় আবেদনের জন্য আপনাকে প্রথমেই https://nsap.nic.in/Guidelines/nsap_guidelines_oct2014.pdf লিংকে ক্লিক করে যে ফাইলটি পাবেন তা থেকে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। এছাড়াও আপনি ফর্মটি ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার অথবা তহশিল সোশ্যাল ওয়েলফেয়ার অফিসারের অফিস থেকে বিনামূল্যে পেয়ে যাবেন। এরপর ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি সহকারে রাজ্য সরকারের তরফে নিযুক্ত অফিসারের অফিসে জমা দিলে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

প্রকাশিত হলো আবাস যোজনার নতুন লিস্ট। নিজের নাম চেক করুন।

এক্ষেত্রে আবেদন জানানোর জন্য যেসমস্ত নথিগুলি প্রয়োজন হবে, তা হলো:-
১. পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্যের ডেথ সার্টিফিকেট, আইডেন্টিটি প্রুফ, ঠিকানার প্রমাণপত্র, বিপিএল কার্ড অথবা রেশন কার্ড, ফ্যামিলি আইডি অথবা মেম্বার আইডি।
২. মৃত ব্যক্তির আইনসম্মত উত্তরাধিকারীর আইডেন্টিটি প্রুফ, ঠিকানার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, ফ্যামিলি আইডি অথবা মেম্বার আইডি, ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেইলস, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।