পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের নারীদের উন্নয়নের স্বার্থে যেসকল প্রকল্পগুলি কার্যকরী করা হয়েছে সেই সমস্ত প্রকল্পগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি প্রকল্প হলো জাগো প্রকল্প (Jago Prokolpo)। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য এই জাগো প্রকল্পের আওতায় থাকা মহিলাদের সর্বোচ্চ ৫ লক্ষ টাকার ঋণ দেওয়া হয়ে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই জাগো প্রকল্প এবং এই প্রকল্পের অধীনে ঋণ নেওয়ার পদ্ধতি সম্পর্কে না জানার কারণে মহিলারা নানাভাবে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আর তাই আজকের এই পোস্টে জাগো প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি।
চলুন প্রথমেই জেনে নেওয়া যাক জাগো প্রকল্পের (Jago Prokolpo) আওতায় কি কি সুবিধা পাওয়া যাবে:-
১. জাগো প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকার ঋণ পাওয়ার পাশাপাশি মহিলারা প্রতি বছরে ৫,০০০ টাকা সুবিধা পেয়ে যাবেন।
২. এছাড়াও জাগো প্রকল্পের আওতায় থাকা মহিলাদের একটি স্মার্ট কার্ড দেওয়া হয়ে থাকে, যার মাধ্যমে তারা সর্বাধিক ২ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা পেয়ে থাকেন।
কারা জাগো প্রকল্পের (Jago Prokolpo) আওতায় নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানাতে পারবেন?
১. এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে রাজ্যবাসী মহিলাদের নাম স্বনির্ভর গোষ্ঠীর আওতাভুক্ত হওয়া আবশ্যক। তবে এক্ষেত্রে যেসকল স্বনির্ভর গোষ্ঠী অন্ততপক্ষে ১ বছর ধরে সক্রিয়ভাবে কাজ করছে এবং যেসমস্ত গোষ্ঠীর অন্ততপক্ষে ৬ মাসের পুরনো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এমনকী যেসমস্ত গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে ৫ হাজার টাকা রয়েছে সেই সমস্ত গোষ্ঠীর সদস্যরাই কেবলমাত্র এই প্রকল্পের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
২. এর পাশাপাশি রাজ্য সরকারের তরফে আরও জানানো হয়েছে যে, যেসকল সেল্ফ-হেল্প গ্রুপের টার্ম লোন বা ক্যাশ ক্রেডিট লিমিট এর সুবিধা রয়েছে সেই সমস্ত গ্রুপের সদস্যরাই কেবলমাত্র এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে পারবেন।
৩. রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে যে, কোনো সেল্ফ-হেল্প গ্রুপ যদি পুরুষ দ্বারা পরিচালিত হয় তাহলে ওই গোষ্ঠীর সদস্যরা জাগো প্রকল্পের সুবিধা পাবেন না।
৫. এছাড়াও, জাগো প্রকল্পের কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে যে, যেসমস্ত স্বনির্ভর গোষ্ঠী ইতিপূর্বে কোনোদিন ব্যাংক থেকে ঋণ নেয়নি তারা এই প্রকল্পের আওতায় অনুদান পাবেন না।
আবেদনের প্রক্রিয়া:-
জাগো প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার জন্য আপনাকে প্রথমেই ৭৭৭৩০০৩০০৩ নম্বরে মিসড কল দিতে হবে এবং পরবর্তীতে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে জাগো প্রকল্প কেন্দ্র থেকে ফোন করা হবে। এরপর আপনাকে নিজস্ব গোষ্ঠীর সমস্ত তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত সম্পর্কে জানাতে হবে। এভাবে সমস্ত সঠিক তথ্য প্রদান করে ফোন কলের মাধ্যমে বাড়িতে বসেই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
এর পাশাপাশি জাগো প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট http://www.shgsewb.gov.in/shgadmin/home -এ গিয়েও সমস্ত তথ্য এবং নথির মাধ্যমে জাগো প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও আপনার এলাকার বিডিও অফিসে গিয়েও নিজস্ব গোষ্ঠীর সমস্ত তথ্য প্রদান করে জাগো প্রকল্পের আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন।