রাজ্য সরকারের প্রকল্প

Lake Ladki Scheme – বাড়িতে কন্যা সন্তান থাকলেই সরকার দেবে ৭৫ হাজার টাকা। কিভাবে আবেদন করবেন জেনে নিন

ভারতের বিভিন্ন ক্ষেত্রের প্রত্যন্ত অঞ্চলের নারীদের জীবন যাপনের মান উন্নয়নের জন্য এবং নারীদের সমাজে সমমর্যাদা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার তথা বিভিন্ন রাজ্যগুলির রাজ্য সরকারের তরফের নানাধরনের প্রকল্প (Lake Ladki Scheme) কার্যকর করা হয়েছে। আর এবারে পুনরায় মেয়েদের জন্য এমন এক প্রকল্প কার্যকর করা হলো, যার মাধ্যমে কন্যা সন্তানের জন্মের পর থেকে পিতামাতাকে ধাপে ধাপে আর্থিক সাহায্য প্রদান করা হবে এবং কন্যা সন্তানের ১৮ বছর বয়স হলে পিতা-মাতাকে ৭৫ হাজার টাকার অর্থ সাহায্য প্রদান করা হবে।

আজ্ঞে হ্যাঁ, এমনটাই জানানো হয়েছে মহারাষ্ট্র সরকারের তরফে প্রকাশিত এক নির্দেশিকায়। ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে মহারাষ্ট্রের রাজ্য সরকারের তরফে এক নতুন প্রকল্প (Lake Ladki Scheme) কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে কন্যা সন্তানের ১৮ বছর বয়স হলেই পর্যন্ত কন্যা সন্তানের পিতা-মাতাকে ৭৫ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে। কন্যা সন্তানের জন্ম থেকে শুরু করে তার ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত পড়াশুনা থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে কন্যা সন্তানকে দক্ষ করে তোলার জন্য যথেষ্ট অর্থের প্রয়োজন হয়ে থাকে, আর কন্যা সন্তানের পিতা-মাতা যাতে কোনো সমস্যা ছাড়াই কন্যা সন্তানকে বড় করে তুলতে পারে তার জন্য মহারাষ্ট্র রাজ্য সরকারের তরফে এই আর্থিক সাহায্য প্রদান করা হবে বলেই মনে করা হচ্ছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর কন্যা সন্তানরা যাতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসতে পারে তার জন্যই এই প্রকল্প কার্যকর করা হয়েছে। মহারাষ্ট্রের রাজ্য সরকারের তরফে কার্যকরী এই প্রকল্পটি লেক লাড়কী (Lake Ladki Scheme) প্রকল্প নামেই বিশেষ পরিচিতি লাভ করেছে। মহারাষ্ট্রের রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, কন্যা সন্তানের জন্ম হলে কন্যা সন্তানের পিতা-মাতাকে ৫০০০ টাকার অর্থ সাহায্য দেয়া হবে। এরপর কন্যা সন্তান প্রথম শ্রেণীতে ভর্তি হলে তাদের ৪০০০ টাকার অর্থ সাহায্য প্রদান করা হবে রাজ্য সরকারের তরফে। ষষ্ঠ শ্রেণীতে উঠলেই উক্ত কন্যা সন্তানের পিতা মাতাকে দেওয়া হবে ৬,০০০ টাকা।

মমতা ব্যানার্জীর বিশেষ ঘোষণা। এই সমস্ত পরিবার পেতে চলেছেন ৫০ হাজার টাকা

একাদশ শ্রেণীতে উঠলে মিলবে ৮,০০০ টাকা আর সবশেষে কন্যা সন্তানের ১৮ বছর বয়স হলে ৭৫ হাজার টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। তবে এই স্কিমের সুবিধা পেতে গেলে যে শর্তগুলি মেনে চলতে হবে তা হলো,
১. মহারাষ্ট্রের স্থায়ী বাসিন্দারাই কেবলমাত্র এই স্কিমের সুবিধা পাবেন।

২. মহারাষ্ট্রে বসবাসকারী লাল ও হলুদ কার্ড -এর আওতায় থাকা নাগরিকরাই কেবলমাত্র রাজ্য সরকারের এই স্কিমের সুবিধা পাবেন।

৩. এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, কেবলমাত্র সরকারি হাসপাতালে যেসমস্ত শিশুর জন্ম হবে তারাই এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না।

১১ দিনের টানা ছুটি পেতে চলেছেন রাজ্যের ছাত্র-ছাত্রীরা। কবে থেকে ছুটি পেতে চলেছেন জেনে নিন

৪. এক্ষেত্রে পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে খরচের জন্য যেসমস্ত টাকা দেওয়া হবে তা সরাসরি পিতা অথবা মাতার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে রাজ্য সরকারের তরফে। স্কিমের আওতায় নাম নথিভুক্ত করণের ক্ষেত্রে কন্যা সন্তানের পিতা অথবা মাতার একটি বৈধ ব্যাংকে অ্যাকাউন্ট থাকা আবশ্যক।

Related Articles

Back to top button