apply-to-mahindra-scholarship-and-get-up-to-10-lakh-rupees

সমগ্র ভারতের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। ভারতের দরিদ্র ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় অর্থ সাহায্য করার জন্য কে.সি. মাহিন্দ্রা এডুকেশন ট্রাস্ট -এর পক্ষ থেকে এমন এক বিশেষ স্কলারশিপ চালু করা হয়েছে, যার আওতায় ছাত্রছাত্রীরা সর্বোচ্চ ১০ লক্ষ টাকার অর্থ সাহায্য পেতে পারবে। ইতিমধ্যেই এই বিশেষ স্কলারশিপ সংক্রান্ত খবর সামনে আসায় ছাত্র-ছাত্রীদের মধ্যে এই বিষয়টি নিয়ে বিশেষ শোরগোল পড়ে গিয়েছে। আর তাতেই আজকের এই পোস্টে আমরা কে.সি. মাহিন্দ্রা স্কলারশিপ (Mahindra scholarship) সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি।

চলুন তবে প্রথমেই জেনে নেওয়া যাক এই (Mahindra scholarship) স্কলারশিপের আওতায় কতো টাকার অর্থ সাহায্য পাওয়া যাবে:- কে.সি. মাহিন্দ্রা এডুকেশন ট্রাস্টের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, নির্বাচিত ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথম তিনজনকে ১০ লক্ষ টাকার অর্থ সাহায্য প্রদান করা হবে। এর পাশাপাশি, অন্য যেসমস্ত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের আওতায় অনুদান পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন তাদের ৫ লক্ষ টাকার অর্থ সাহায্য প্রদান করা হবে কে.সি. মাহিন্দ্রা এডুকেশন ট্রাস্টের তরফে।

কে.সি. মাহিন্দ্রা স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি কি?
১. এই স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ডিগ্রী অথবা অনুরূপ মানের ডিপ্লোমা থাকা আবশ্যক।

আবেদন করুন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনায়। মাত্র ৩৩০ টাকার বিনিময়ে পাওয়া যাবে ২ লক্ষ টাকা।

৩. যে সকল ছাত্র-ছাত্রীরা বিদেশের যেকোনো সুপরিচিত বিশ্ববিদ্যালয়ের আওতায় ২০২৩ সালের আগস্ট মাস থেকে শুরু হওয়া কোর্সের জন্য আবেদন জানিয়েছেন অথবা ইতিমধ্যেই উক্ত কোর্সের আওতায় ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারাই কেবলমাত্র এই স্কলারশিপের আওতায় অনুদান পাবেন। তবে আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের আগে শুরু হতে চলেছে এইরূপ কোর্সের আওতায় ভর্তি হতে হবে নতুবা উক্ত ছাত্র বা ছাত্রী এই স্কলারশিপের আওতায় অনুদান পাবেন না।

আবেদনের প্রক্রিয়া:- এই স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আপনাকে প্রথমেই Buddy4Study -এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.buddy4study.com/scholarship/k-c-mahindra-scholarships-for-post-graduate-studies-abroad -এ যেতে হবে। এরপর আপনার সামনে এই স্কলারশিপ সংক্রান্ত সমস্ত তথ্য আসবে। এই সমস্ত তথ্য পড়ার পর পেজেটির একেবারে শেষের দিকে থাকা Apply Now অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা Register অপশনে ক্লিক করে আপনাকে আপনার নাম, ইমেইল আইডি, মোবাইল নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যের মাধ্যমে রেজিস্ট্রেশন -এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশন -এর প্রক্রিয়াটি সম্পন্ন হলে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা K.C. Mahindra Scholarships for Post-Graduate Studies Abroad অপশনের আওতাধীন Click Here to Apply বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে Create an account অপশনে ক্লিক করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। আপনার অ্যাকাউন্টটি তৈরি করা হলে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় নথিগুলি সঠিকভাবে আপলোড করে সাবমিট করলেই ফর্ম পূরণের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

শিক্ষাশ্রী প্রকল্পে আবেদন করলেই মিলবে সর্বোচ্চ ৮০০ টাকা। গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. অ্যাডমিশন লেটারের প্রতিলিপি।
২. রেকমেন্ডেশন লেটার।
৩. আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর আকাঙ্ক্ষা, আগ্রহ এবং ভবিষ্যতে কোন পেশার সাথে যুক্ত হতে চান তা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবৃতি।
৪. GRE/GMAT score -এর একটি কপি।
৫. IELTS/TOEFL score -এর একটি কপি।
৬. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৭. রাঙ্ক সার্টিফিকেট।
৮. মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মার্কশিট।
৯. স্কুল লিভিং সার্টিফিকেট।
১০. বয়সের প্রমাণপত্র।
১১. আবেদনকারীর সিভি।

আবেদনের শেষ তারিখ:- বর্তমানে এই স্কলারশিপের আওতায় অনুদানের জন্য আবেদনের প্রক্রিয়া চলছে। ৩১শে মার্চ, ২০২৩ তারিখ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া কার্যকর থাকবে।