সমগ্র ভারতের কৃষিকাজের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন ধরনের প্রকল্প কার্যকর করা হয়েছে। এইসমস্ত প্রকল্পের আওতায় কৃষকদের কৃষিকাজে সহায়তা করার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। আর এবারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সারা ভারতের কৃষকদের জন্য PM Pranam Prakalpa চালু করা হয়েছে, যার ফলে ভারতে বসবাসকারী কৃষকরা আখেরে লাভবান হতে চলেছেন। চলুন তবে কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী এই নতুন প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:-
কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী এই নতুন প্রকল্পটি পিএম-প্রণাম প্রকল্প বা PM Pranam Prakalpa নামেই বিশেষ পরিচিত। সমগ্র ভারত জুড়ে কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার কমানো এবং সচেতনতা প্রচারের উদ্দেশ্যেই এই প্রকল্পটি কার্যকর করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির ভূমিক্ষয়, জমিতে পরিমাণ বৃদ্ধি পাওয়া, জমির উর্বরতা হ্রাস সহ কৃষকদের যে যে সমস্যাগুলির সম্মুখীন হতে হচ্ছে তা সমাধান করা এবং রাসায়নিক সারের পরিবর্তে বিকল্প সার ব্যবহারের প্রবণতা বৃদ্ধি করাই পিএম-প্রণাম প্রকল্পের মূল উদ্দেশ্য।
আর এই উদ্দেশ্য সফল করার জন্যই সমগ্র ভারতব্যাপী পরিবেশবান্ধব কৃষিজমি তৈরি করার পাশাপাশি সাবসিডি দেওয়া হবে এবং রাসায়নিক সারের পরিবর্তে বিকল্প সারের ব্যবহারের দিকে জোর দেওয়া হবে। এর পাশাপাশি রাজ্যগুলিকে বিশেষ ফান্ড দেওয়া হবে, যার ৭০ শতাংশ বিকল্প সারের উৎপাদন এবং বিকল্প সারের ব্যবহারের এলাকা বৃদ্ধি করার জন্য কাজে লাগানো যাবে। বাকি ৩০ শতাংশ ফান্ড কৃষক, গ্রাম পঞ্চায়েত, এলাকার স্বসহায়ক দলগুলিকে দেওয়া হবে। সুতরাং, এই প্রকল্পের আওতায় কৃষকদের অনুদান প্রদানের মাধ্যমে বিকল্প সার ব্যবহারের জন্য উৎসাহ দেওয়া হবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে যুক্ত হলো আরো ৮৬ হাজার ব্যাক্তির নাম। আপনার নাম চেক করুন এখনই।
তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি সমস্ত কাজ সঠিকভাবে চলছে কিনা তা দেখার জন্য নজরদারিও চালানো হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পিএম-প্রণাম প্রকল্পের জন্য ১.০৫ লক্ষ কোটি বরাদ্দ করা হয়েছে।