পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ রাজ্যের গৃহহীন মানুষদের জীবন ও জীবিকার উন্নয়নের খাতিরে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প (Nijo Griha Nijo Bhumi Prakalpo) কার্যকর করা হয়েছে। রাজ্য সরকারের তরফে কার্যকরী প্রকল্পের এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষের বসবাস এবং জীবিকা নির্বাহের জন্য জমি দান করা হয়ে।
চলুন তবে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:-
রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, রাজ্যে বসবাসকারী দরিদ্র, অসহায় মানুষকে সহায়তা করার জন্য রাজ্য সরকারের তরফে ৫ শতক করে খাসজমি দান করা হবে। এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষকে জমি প্রদানের পাশাপাশি তাদের জীবনযাত্রার উন্নতি সাধনের জন্য উক্ত জমিতে বাড়ি তৈরি থেকে শুরু করে সেই বাড়িতে বিদ্যুৎ, জলের ব্যবস্থাও করে দেওয়া হবে।
তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে, ওই বাড়ি সংলগ্ন জমিতে চাষ থেকে শুরু করে পুকুর কেটে মাছ চাষ করা এবং বিভিন্ন স্বল্প মূল্যের কাঁচামাল থেকে নানাবিধ সামগ্রী তৈরীর প্রশিক্ষণ পর্যন্ত প্রদান করা হয়ে হবে। এমনকী যেসমস্ত ব্যক্তিরা আগে থেকেই এই সকল পেশার সঙ্গে যুক্ত রয়েছেন ওই জমিতে তাদের বসতবাড়ির পাশাপাশি এই সংক্রান্ত কাজের ব্যবস্থাও করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। অর্থাৎ মূলত সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর অসহায় দরিদ্র মানুষদের জীবনযাত্রার মান উন্নত করার জন্যই এই প্রকল্প কার্যকর করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
আবেদন করুন ই-শ্রম কার্ড প্রকল্পে এবং প্রতি মাসে পেয়ে যান ১০০০ টাকা
তবে রাজ্য সরকারে নিজ গৃহ নিজ ভূমি (Nijo Griha Nijo Bhumi Prakalpo) এই প্রকল্পের আওতায় আবেদনের ক্ষেত্রে বেশ কতোগুলি শর্ত আরোপ করা হয়েছে। আর এই শর্তগুলি হলো:-
১. কৃষিকাজ, মাছ চাষ, পশুপালন, কুটির শিল্প এবং হস্তশিল্পের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তির এখনো পর্যন্ত নিজেদের জমি কিনে উঠতে পারেননি এবং যাদের এখনো পর্যন্ত কোনোরূপ বসত বাড়ি নেই তারাই কেবলমাত্র এই প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন।
প্রকাশিত হলো পিএম কিষাণের পরবর্তী কিস্তির লিস্ট। আপনার নাম রয়েছে কিনা এখনই চেক করুন
২. এছাড়াও বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর প্রান্তিক জনসাধারণও এই প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন।
যে সকল ব্যক্তিরা এই প্রকল্পের আওতায় আবেদন জানাতে চান তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, রাজ্য সরকারের নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের আওতায় আবেদন জানানোর জন্য আপনাকে বি এল অ্যান্ড এল আর অফিসে যোগাযোগ করতে হবে। উক্ত অফিসের কর্মকর্তারাই আপনাকে এই প্রকল্পের আওতায় আবেদনের পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য জানিয়ে দেবেন। এই প্রকল্প নিয়ে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে – Link