apply-to-pm-free-silai-machine-yojana
Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য নানাপ্রকার প্রকল্প কার্যকরী করা হয়েছে। আর এবারে নারীদের উন্নয়নের জন্য পুনরায় আরও একটি নতুন প্রকল্প কার্যকরী করা হলো। এই নতুন প্রকল্পের আওতায় সমগ্র দেশের নারীদের সেলাই মেশিন বিতরণ করা হবে, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কার্যকরী এই প্রকল্পটি প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনা (Free Silai Machine Yojana) নামেই বিশেষ পরিচিত।

Advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, সমগ্র দেশের মহিলাদের উন্নয়নের পাশাপাশি শিল্পক্ষেত্রে উন্নয়নের জন্যও এই নতুন প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই প্রকল্পের অধীনে বিনামূল্যে সেলাই মেশিন পাওয়ার ক্ষেত্রে নাগরিকদের বেশ কতোগুলি শর্ত মানতে হবে। আর এই শর্তগুলি হলো,

Advertisement

১. প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনার অধীনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী মহিলার বয়স অবশ্যই ২০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

২. আবেদনকারী মহিলার পরিবারের বার্ষিক আয় ১২,০০০ টাকা বা তার চেয়ে কম হতে হবে।

৩. অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের পাশাপাশি বিধবা এবং বিশেষভাবে সক্ষম মহিলারাও এই প্রকল্পের অধীনে বিনামূল্যে সেলাই মেশিন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

আবেদন করুন কিষাণ মানধন যোজনায় এবং প্রতি মাসে পান ৩ হাজার টাকা।

প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনার অধীনে বিনামূল্যের সেলাই মেশিনের জন্য কিভাবে আবেদন জানাবেন?
এই যোজনার অধীনে আবেদনের ক্ষেত্রে আপনাকে প্রথমেই ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://www.india.gov.in/ -এ যেতে হবে এবং প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনার আওতায় আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। এরপর ফর্মটি প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করে নিয়ে প্রয়োজনীয় নথি সহকারে এই যোজনা সংক্রান্ত অফিসে গিয়ে জমা করতে হবে। এরপর সমস্ত আবেদনকারীর নথি ও তথ্য যাচাই করে নিয়ে যোগ্য আবেদনকারীদের বেছে নেওয়া হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হবে।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. আবেদনকারীর আধার কার্ডের প্রতিলিপি।
২. পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট।
৩. আবেদনকারীর জন্মের শংসাপত্র।
৪. বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট।
৫. বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট।
৬. আবেদনকারীর মোবাইল নম্বর।
৭. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।