apply-to-pradhan-mantri-jeevan-jyoti-yojana-and-get-2-lakh-rupees

সাধারণ মানুষের সুবিধার্থে কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন ধরনের প্রকল্প, যোজনা থেকে শুরু করে স্কলারশিপ পর্যন্ত কার্যকর করা হয়েছে। তবে এবারে ভারতীয় নাগরিকদের পরিবার এবং সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এমন এক যোজনা কার্যকর করা হয়েছে, যাতে সর্বোচ্চ ২ লক্ষ টাকার সাহায্য পাওয়া যাবে।

কেন্দ্র সরকারের তরফে কার্যকরী এই বীমা যোজনাটি সমগ্র দেশে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (Pradhan Mantri jeevan jyoti yojana) নামে পরিচিতি পেয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে যে, ১৮ থেকে ৫০ বছর বয়সী যেকোনো ভারতীয় নাগরিকই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার সুবিধা পেতে পারবেন। এই যোজনার আওতায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে শুধুমাত্র একটি বৈধ ব্যাংক অ্যাকাউন্ট অথবা পোষ্ট অফিসের অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। আর প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার সব থেকে উল্লেখযোগ্য দিক হলো, যেকোনো কারণে বিনিয়োগকারীর মৃত্যু হলে বিনিয়োগকারীর পরিবারের লোকজন অথবা আইনসম্মত উত্তরাধিকারীকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য প্রদান করা হবে কেন্দ্রীয় সরকারের তরফে।

এছাড়াও নাগরিকদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, মাত্র ৩৩০ টাকা বার্ষিক প্রিমিয়ামের বিনিময়ে আপনারা এই যোজনার (Pradhan Mantri jeevan jyoti yojana) আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য সুবিধা হলো, এই যোজনার প্রিমিয়ামের টাকা আপনাকে কোনো অফিসে গিয়ে লাইন দিয়ে জমা করতে হবে না, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট পদ্ধতিতে এই অংকের টাকা কেটে নেওয়া হবে। তবে আপনি যদি ১ বছরের অধিক সময় এই যোজনার সুবিধা নিতে চান তবে প্রত্যেক বছর যোজনাটি রিনিউ করা প্রয়োজন। এক্ষেত্রে রিনিউ করার পর প্রত্যেক বছর প্রিমিয়াম বাবদ আপনার অ্যাকাউন্ট থেকে ৩৩০ টাকা কেটে নেওয়া হবে।

শিক্ষাশ্রী প্রকল্পে আবেদন করলেই মিলবে সর্বোচ্চ ৮০০ টাকা। গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন

চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করবেন:-
১. এই যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করার জন্য প্রথমেই আপনাকে https://www.jansuraksha.gov.in/Forms-PMJJBY.aspx লিংকটি থেকে CONSENT-CUM-DECLARATION FORM টি ডাউনলোড করে নিতে হবে।

২. পরবর্তীতে ফর্মটিকে প্রিন্ট করে আপনার নাম, আপনার পিতার নাম, ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য, আধার নম্বর, প্যান নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে লিখতে হবে।

শুরু হলো নতুন ভোটার কার্ডের আবেদন প্রক্রিয়া। এবার ঘরে বসেই করতে পারবেন ভোটার কার্ডের জন্য আবেদন

৩. সবশেষে সমস্ত প্রয়োজনীয় নথিগুলি যুক্ত করে যে ব্যাংক অথবা পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অথবা পোস্ট অফিসে ফর্মটি জমা দিতে হবে। এক্ষেত্রে ব্যাংক কিংবা পোস্ট অফিসের তরফে আপনাকে একটি ACKNOWLEDGEMENT SLIP CUM CERTIFICATE OF INSURANCE দেওয়া হবে যেটি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমার ইন্স্যুরেন্স সার্টিফিকেট বলে গণ্য করা হবে।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র:-
১. কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা যেকোনো আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড কিংবা পাসপোর্ট।