apply-to-saksham-scholarship-to-get-50000-rupees-per-annum
Advertisement

ভারতের অধিকাংশ পরিবারই আর্থিকভাবে সচ্ছল নয়। সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী মাত্র ১০% পরিবার নিজেদের সন্তানদের পড়াশোনার জন্য বার্ষিক ১২০০০ টাকা কিংবা তার বেশি খরচা করতে পারে। সুতরাং বুঝতেই পারছেন মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সরকারি সাহায্য কতটা দরকার। এই জন্যই বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পড়ুয়াদের বিভিন্ন রকমের স্কলারশিপ দিয়ে থাকে। আজ আপনাদের এমনই এক স্কলারশিপের কথা জানাতে চলেছি। যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য এই স্কলারশিপ। স্কলারশিপে আবেদন করলেই বার্ষিক ৫০০০০ টাকা পেয়ে যাবেন বিশেষভাবে সক্ষম পড়ুয়া।

Advertisement

কারা আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্য? নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো-

  • এই স্কলারশিপে আবেদন করার আগে মাথায় রাখবেন আবেদনকারীকে বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী হতে হবে।
  • আবেদনকারীর প্রতিবন্ধকতার পরিমাণ ৪০ শতাংশের বেশি হতে হবে।
  • অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের আওতায় আসা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়লেই কেবলমাত্র এই স্কলারশিপ মঞ্জুর হবেন।
  • বিভিন্ন প্রযুক্তিগত কোর্স, পলিটেকনিক ডিপ্লোমা কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হলে এই স্কলারশিপের জন্য এপ্লাই করতে পারেন।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম ৮ লক্ষ টাকার নিচে হতে হবে।

এই স্কলারশিপে আবেদন করলে নিম্নলিখিত নথিপত্র গুলি থাকা আবশ্যক-

1) আধার কার্ড অথবা ভোটার কার্ড।
2) আইটিআই অথবা মাধ্যমিক পাশের মার্কশিট।
3) ডিপ্লোমা অথবা উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট।
4) প্রতিবন্ধকতার সার্টিফিকেট।
5) পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
6) পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ
7) আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট।কোনরকম জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কিন্তু হবে না। সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে

Advertisement

আরও পড়ুন:- মাসে মাসে পাওয়া যাবে ৫০০০ টাকা। রাজ্য সরকারের এই প্রকল্প সম্বন্ধে জানেন কি?

স্কলারশিপে আবেদন করবেন কিভাবে? নিম্নলিখিত প্রক্রিয়া গুলি অনুসরণ করে আবেদন করতে পারেন এই স্কলারশিপে।

  • প্রথমেই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের (NSP) অফিসিয়াল ওয়েবসাইট খুলে নিতে হবে।
  • এরপর বিভিন্ন তথ্য দিয়ে নিজের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশনের সময় তথ্য গুলি বারবার চেক করে দেবেন।
  • তারপর নিজের পছন্দের পাসওয়ার্ড দিলে আপনার আইডি তৈরি হয়ে যাবে। এরপর পুনরায় আইডি পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে ওয়েবসাইটে।
  • ‘Apply Now’-তে ক্লিক করে উল্লেখিত সকল তথ্য দিতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
  • সবশেষে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।

প্রত্যেক বছর এই স্কলারশিপের পরিমাণ ৫০০০০ টাকা থাকে। যার মধ্যে, কলেজ ফি হিসাবে ৩০,০০০ টাকা। অর্থাৎ প্রথমে এককালীন ৩০ হাজার টাকা পাবে পড়ুয়া। একই সঙ্গে টানা ১০ মাস প্রত্যেক পড়ুয়া ২০০০ টাকা করে পেতে থাকবেন। এই টাকা দিয়ে পড়ুয়া নিজের কলেজ ফি দিতে পারে, অথবা প্রয়োজনে ল্যাপটপ কিংবা ডেক্সটপ কিনতে পারে। এই শিক্ষাবর্ষে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে। চলবে ডিসেম্বর মাস পর্যন্ত। যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা ক্রমাগত অফিশিয়াল ওয়েবসাইটে চোখ রাখবেন।