apply-to-samajik-suraksha-yojana-and-get-various-financial-facilities

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের নির্মাণ কর্মী পরিবহণ কর্মী সহ অসংগঠিত ক্ষেত্রের অন্যান্য শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে সামাজিক সুরক্ষা যোজনা (Samajik Suraksha Yojana) কার্যকর করা হয়েছিল। এই যোজনার আওতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন অসংরক্ষিত ক্ষেত্রের শ্রমিকদের আর্থিক সুরক্ষা প্রদানের জন্য অর্থ সাহায্য করা হয়ে থাকে। এছাড়াও এই যোজনার আওতায় পশ্চিমবঙ্গের শ্রমিকরা তাদের সন্তানদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্য, চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা, হেলথ ইন্স্যুরেন্স এবং চিকিৎসার সুব্যবস্থা পেয়ে থাকেন। এপ্রিলের শুরুতেই রাজ্যজুড়ে দুয়ারে সরকারের ক্যাম্প কার্যকর করা হলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল যে, দুয়ারে সরকারের ক্যাম্প থেকে এই সমস্ত সামাজিক সুরক্ষা যোজনা (Samajik Suraksha Yojana) সংক্রান্ত সুবিধাও মিলবে।

আরও পড়ুনঃ- গরমের ছুটি শুরু আগামীকাল থেকেই। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

আর ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্যে জানা গিয়েছে যে, দুয়ারে সরকারের আওতাধীন এই প্রকল্পে বহু সংখ্যক শ্রমিক সাড়া দিয়েছেন। রাজ্য সরকারের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে, বিনামূল্যের সামাজিক সুরক্ষা যোজনার আওতায় ১১ লাখ ১৭ হাজার ২৮৭ টি আবেদনপত্র জমা পড়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে এই পরিসংখ্যান সামনে আনায় বহু মানুষ দুয়ারে সরকারের ক্যাম্প থেকে সামাজিক সুরক্ষা যোজনা সম্পর্কিত কি কি সুবিধা পাওয়া যাবে তা জানতে রীতিমত আগ্রহী হয়ে উঠেছে। চলুন তবে প্রথমেই জেনে নেওয়া যাক দুয়ারে সরকারের ক্যাম্প থেকে এই যোজনার সংক্রান্ত কি কি সুবিধা মিলবে:-

রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে, ইতিপুর্বে যেসমস্ত ব্যক্তিরা সামাজিক সুরক্ষা যোজনা আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন তারাই কেবলমাত্র দুয়ারে সরকারের ক্যাম্প থেকে এই প্রকল্প সংক্রান্ত সুবিধা পাবেন। এর পাশাপাশি সামাজিক সুরক্ষা যোজনার আওতাধীন ব্যক্তির মৃত্যু হলে তার দ্বারা নির্বাচিত ব্যক্তি এই সমস্ত সুবিধা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে যে সুবিধাগুলি পাওয়া যাবে, তা হলো:-

আরও পড়ুনঃ- মাধ্যমিকে ৬০% নাম্বার পেলেই রাজ্য সরকার দেবে ২৪,০০০ টাকা। আবেদন পদ্ধতি জেনে নিন।

১. সাধারণ আবেদন পত্র (CAF) আপডেট।
২. সুবিধাভোগীদের ভবিষ্যনিধি (PF) পাসবই আপডেট।

সাধারণ আবেদন পত্র আপডেট করার জন্য CAF ফর্ম ১ সঠিকভাবে পূরণ করতে হবে এবং রাজ্য সরকার নির্দেশিত প্রয়োজনীয় সমস্ত নথিগুলি জমা দিতে হবে। এক্ষেত্রে যে যে নথিগুলি প্রয়োজন হবে তা হলো:-

১. আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের পাসবই এবং পাসবইয়ের প্রথম পৃষ্ঠার প্রতিলিপি।
২. প্রকল্পের পাসবই এবং পাসবইয়ের প্রথম পৃষ্ঠার প্রতিলিপি।
৩. আধার কার্ড এবং আধার কার্ডের প্রতিলিপি।
৪. সুবিধাভোগীর মৃত্যু হলে মনোনীত ব্যক্তির আধার কার্ড এবং আধার কার্ডের প্রতিলিপি।
৫. সুবিধাভোগীর মৃত্যু হলে মনোনীত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের পাসবই এবং প্রথম পৃষ্ঠার প্রতিলিপি।
৬. ২ কপি পাসপোর্ট সাইজের ফটো।
৭. খাদ্যসাথী কার্ড এবং খাদ্যসাথী কার্ডের প্রতিলিপি।
৮. স্বাস্থ্যসাথী কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডের প্রতিলিপি।

আরও পড়ুনঃ- গরমের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করল শিক্ষা দপ্তর, তাপপ্রবাহের কারণে প্রায় ২ সপ্তাহ এগিয়ে এলো গরমের ছুটি।

অন্যদিকে, ভবিষ্যনিধি (PF) পাশবই আপডেট করার জন্য প্রকল্পের মূল পাসবই এবং সামাজিক মুক্তি কার্ড প্রয়োজন হবে। এর পাশাপাশি, রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্যে আরও জানানো হয়েছে যে, সামাজিক সুরক্ষা যোজনা সংক্রান্ত যেকোনো প্রকার তথ্য জানার জন্য নাগরিকরা জেলা বা মহকুমা স্তরের আঞ্চলিক শ্রম কার্যালয় (RLO) অথবা ব্লক বা পুরসভা স্তরের শ্রমিক কল্যাণ সহায়তা কেন্দ্র (LWFC) -এ যোগাযোগ করতে পারবেন।