বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই চেষ্টা করছে বিভিন্ন প্রকার প্রকল্প এনে নারীদের আরো সাবলম্বী গড়ে তুলতে। ভারতে মা-বোনেদের যাতে কোনরকম কষ্ট না থাকে সেই দিকে যথাসম্ভব কাজ করার চেষ্টা করছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলি। এবার ঠিক এরকমই এক প্রকল্প নিয়ে এল কেন্দ্রীয় সরকার। অন্তঃসত্ত্বা অবস্থায় নারীদের সবচেয়ে বেশি যত্ন এবং ভালো মানের পুষ্টিকর খাদ্য প্রয়োজন। কিন্তু ভারতের অনেক নারীই এমন আছেন, যারা এই কঠিন সময়ে এই সবটুকু পান না। তাই অন্তঃসত্ত্বা নারীদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প রয়েছে যার নাম প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা।
এই প্রকল্পে গর্ভবতী মা এবং সদ্যজাত শিশুর ৬৪০০ টাকা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ মন্ত্রকের অধীনস্থ এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর লাভবান হন কয়েক লক্ষ নারী। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অন্তঃসত্ত্বা অবস্থায় মহিলাদের যাতে কোন রকম সমস্যা না হয়। এ ছাড়াও সেই সমস্ত মহিলারা দিনমজুরের কাজ করেন তারা যখন গর্ভবতী থাকবেন তাদের যেন আর্থিক চিন্তা করতে না হয়। সন্তান প্রসবের পরে তারা যেন সঠিক সময় পর্যন্ত বিশ্রাম নিয়ে কাজে ফেরেন, তাও নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় সরকার।
সমস্ত রাজ্যের গর্ভবতী মহিলারাই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় আবেদন করতে পারবেন। এই প্রকল্প যে শুধু তপশিলি জাতি কিংবা উপজাতির জন্যই, এমনটা নয়। যে কেউ আবেদন করতে পারেন এই প্রকল্পে। কোন আয়ের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়নি সরকারের তরফে। তবে আবেদনের সময় মাথায় রাখবেন এই প্রকল্পের সুবিধার শুধুমাত্র প্রথম সন্তান জন্মের সময়ই পাবেন। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে হবে না। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় গর্ভবতী মহিলা মোট ৬৪০০ টাকা পান। প্রথম কিস্তিতে ১০০০ টাকা দেওয়া হয়, দ্বিতীয় কিস্তিতে ২০০০ টাকা দেওয়া হয়, শেষ কিস্তিতে বাকি টাকা অর্থাৎ ৩৪০০ টাকা দেওয়া হয়। তবে মাথায় রাখবেন শেষ কিস্তির ৩৪০০ টাকা শুধুমাত্র গ্রামীণ মহিলাদের দেওয়া হয়, শহরে বসবাসকারী মহিলাদের জন্য বরাদ্দ ৩০০০ টাকা। শেষ কিস্তির টাকাটা সাধারণত সন্তান জন্মের পরে দেওয়া হয় আবেদনকারীকে। এই প্রকল্পে আবেদন করার জন্য নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন-
আরও পড়ুন:- দুয়ারে সরকারের ধাঁচে রাজ্যে শুরু হতে চলেছে নতুন ক্যাম্প। সকলের অ্যাকাউন্টে আসবে টাকা।
আধার কার্ডের জেরক্স
ভোটার কার্ডের জেরক্স
আবেদনকারীর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স
আবেদনকারীর স্বামীর আধার কার্ডের জেরক্স
আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
সন্তান জন্মালে তার শংসাপত্র
এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় আবেদন করার জন্য ও এর সম্বন্ধে বিশদে জানতে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। এই যোজনায় নাম নথিভুক্ত করতে গর্ভবতী মহিলা বা সদ্যোজাত সন্তানের মায়ের আধার কার্ড আবশ্যক। মায়ের ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে প্রয়োজনে সেই ব্যাংক অ্যাকাউন্ট খুলে আবেদন করতে হবে।