উচ্চমাধ্যমিক পাশ করেছেন? কিন্তু অর্থাভাবের কারণে পরবর্তী পর্যায়ে পড়াশোনা আটকে গিয়েছে? তাহলে আপনার চিন্তার দিন শেষ। কেননা আপনার পাশে রয়েছে Buddy4Study ফাউন্ডেশন। আর্থিকভাবে দুর্বল কিংবা পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাহায্য করার জন্য এই স্কলারশিপ চালু করেছে সংস্থাটি। স্কলারশিপের নাম ডক্টর এপিজে আবদুল কালাম স্কলারশিপ। উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই এই স্কলারশিপের সুবিধা পাবেন ছাত্র-ছাত্রীরা। তবে তার জন্য রয়েছে নির্দিষ্ট কিছু শর্ত এবং মাপদন্ড। আসুন সেই সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।
এই ডক্টর আব্দুল কালাম স্কলারশিপে আবেদনকারী পড়ুয়া প্রত্যেক বছর কুড়ি হাজার টাকা করে স্কলারশিপ পাবে। এই স্কলারশিপটি প্রদান করা হয় Buddy4Study ফাউন্ডেশন সংস্থার দ্বারা। তাদের মূল লক্ষ্য হলো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কিংবা দুর্বল ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আর্থিক সাহায্য করা। তবে এই স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ করতে হবে। তবেই পাওয়া যাবে এই স্কলারশিপ। প্রথমত, আবেদনকারীকে ভারতীয় হতে হবে এবং ইঞ্জিনিয়ারিং কিংবা ডাক্তারির এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অন্তত ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। এছাড়াও আবেদনকারীর পারিবারিক আয় বার্ষিক ৩ লক্ষ টাকার কম হতে হবে।
এই শর্তগুলো পূরণ করতে পারলেই আপনি পেতে পারেন স্কলারশিপ। কোন পড়ুয়াকে মূলত ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেলে উচ্চশিক্ষার জন্য কুড়ি হাজার টাকা বার্ষিক দিয়ে সাহায্য করা হয় এই স্কলারশিপে। এই স্কলারশিপে আবেদন করার সময় নিম্নলিখিত ডকুমেন্টগুলো সঙ্গে থাকা অতি আবশ্যক। এই ডকুমেন্টগুলোর ছবি আপলোড করতে হবে স্কলারশিপ পাওয়ার জন্য-
1) দ্বাদশ শ্রেণীর মার্কশিট।
2) পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদি।
3) বাসস্থানের প্রমাণপত্র।
4) চলতি বছরে ভার্তির রশিদ।
5) আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
6) আবেদনকারীর নিজস্ব ব্যাংকের পাসবুক।
7) পাসপোর্ট সাইজ সম্প্রতি ফটোগ্রাফ।
আরও পড়ুন:- রাজ্যে আবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। কবে থেকে দেখে নিন।
কিভাবে আবেদন করবেন? আসুন দেখে নেওয়া যাক-
- প্রথমে আপনাকে buddy4study.com এই ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর ওয়েবসাইটের স্কলারশিপ পেজ থেকে আব্দুল কালাম স্কলারশিপটি বেছে নিতে হবে।
- তারপর নিজের মোবাইল নম্বর কিংবা ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে ‘Start Application’ অপশনটিতে ক্লিক করলেই সম্পূর্ণ আবেদন ফর্মটি খুলে যাবে।
- এরপর সমস্ত তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে এবং যাবতীয় ডকুমেন্টস এর ছবি আপলোড করতে হবে।
- এরপর ফাইনাল সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে।
তবে মাথায় রাখতে হবে এই স্কলারশিপ ছাত্র-ছাত্রীকে দেওয়া হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে। যাদের অ্যাকাডেমিক স্কোর সবচেয়ে বেশি এবং পারিবারিক আয় সবচেয়ে কম, এমন কয়েকজনকে সিলেক্ট করা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউতে মনোনীত করা হলে আপনি পেয়ে যাবেন স্কলারশিপ। এই শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপে আবেদন এখনো শুরু হয়নি। কলেজে ভর্তি শেষ হয়ে গেলে আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া।