apply-tsdpl-silver-jubilee-scholarship-online
Advertisement

পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন ক্ষেত্রে বসবাসকারী ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে দারুণ সুখবর। কোনো উপার্জনশীল দরিদ্র পরিবারগুলির ছাত্র-ছাত্রীরা যাতে এগিয়ে যেতে পারে এবং নিজেদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত করতে পারে তার জন্য টাটা স্টিল ডাউন স্ট্রীম প্রোডাকস্ লিমিটেডের তরফে টিএসডিপিএল সিলভার জুবিলী স্কলারশিপ (TSDPL Silver Jubilee Scholarship) প্রোগ্রাম কার্যকরী করা হয়েছে। এই স্কলারশিপ প্রোগ্রামের অধীনে ছাত্র-ছাত্রীরা সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত অনুদান পেয়ে যেতে পারেন। আর তাই আজকের এই পোস্টে আমরা এই স্কলারশিপের অধীনে আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা, আবেদনের পদ্ধতি আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র সহ অন্যান্য তথ্যগুলি নিয়ে হাজির হয়েছি।

Advertisement

চলুন তবে প্রথমে জেনে নেওয়া যাক কারা এই স্কলারশিপের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন:-
১. অফিসিয়াল নোটিফিকেশনে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে, যেসমস্ত ছাত্র-ছাত্রীরা নার্সিং, MBBS, BDS -এর মতো স্নাতক স্তরের মেডিক্যাল কোর্স, যেকোনো স্পেশালাইজেশন সহ স্নাতকোত্তর স্তরের মেডিক্যাল কোর্স, প্যারামেডিকেল কোর্স, fitter, electrical, welder, safety -এর মতো বিষয়গুলিতে ITI এবং ডিপ্লোমা স্তরে পাঠরত তারাই কেবলমাত্র এই স্কলারশিপের অধীনে আবেদন জানাতে পারবেন।

Advertisement

২. এই স্কলারশিপের অধীনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক অথবা যেকোনো সমতুল্য পরীক্ষায় নূন্যতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে।

৩. এই স্কলারশিপের অধীনে নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আবেদনকারী ছাত্র অথবা ছাত্রী পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকা কিংবা তার চেয়ে কম হতে হবে।

আবেদন করুন রিলায়েন্স স্কলারশিপে এবং পেয়ে যান ৬ লক্ষ টাকা।

স্কলারশিপের অধীনে কতো টাকা অনুদান পাওয়া যায়?
টিএসডিপিএল-এর তরফে জানানো হয়েছে যে, টিএসডিপিএল সিলভার জুবিলী স্কলারশিপ (TSDPL Silver Jubilee Scholarship) প্রোগ্রামের অধীনে ছাত্র-ছাত্রীদের ১ লক্ষ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে।

এই স্কলারশিপের অধীনে নিজের নাম নথিভুক্ত করবেন কিভাবে?
বর্তমানে আপনারা বাড়িতে বসেই টিএসডিপিএল সিলভার জুবিলী স্কলারশিপ প্রোগ্রামের অধীনে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। আর এক্ষেত্রে আপনাকে কতগুলি সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে, সেগুলি হলো:-
১. এর জন্য আপনাকে প্রথমেই Buddy4Study -এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.buddy4study.com/page/tsdpl-silver-jubilee-scholarship-program -এ যেতে হবে।

২. পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনি এই স্কলারশিপ সম্পর্কিত সমস্ত তথ্য দেখতে পাবেন। এক্ষেত্রে আপনাকে এই পেজটির একেবারে নিচের দিকে থাকা Apply Now অপশনে ক্লিক করতে হবে।

৩. উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি পেজ আসবে যাতে আপনাকে আপনার গুগল অ্যাকাউন্ট, ফোন নম্বর অথবা ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

৪. রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হলেই আপনার সামনে টিএসডিপিএল সিলভার জুবিলী স্কলারশিপ প্রোগ্রামের অধীনে আবেদনের জন্য প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে।

৫. এক্ষেত্রে আপনাকে প্রথমেই আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি গুলি সঠিকভাবে আপলোড করতে হবে।

৬. পরবর্তীতে Submit অপশনে ক্লিক করলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট।
২. আবেদনকারীর আইডেন্টিটি প্রুফ (ভোটার কার্ড/ প্যান কার্ডl/ ড্রাইভিং লাইসেন্স/ আধার কার্ড)।
৩. নতুন করছে ভর্তির প্রমাণপত্র (ফি রিসিপ্ট/ আইডেন্টিটি কার্ড/ অ্যাডমিশন লেটার/ bonafide certificate)।
৪. পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র।
৫. আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।

আবেদনের সময়সীমা:-
৩১শে জানুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত ছাত্র-ছাত্রীরা স্কলারশিপের অধীনে আবেদন করতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এই স্কলারশিপের অধীনে অনুদান প্রদানের ক্ষেত্রে ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও যেসমস্ত ছাত্র-ছাত্রীরা শারীরিকভাবে, মানসিকভাবে প্রতিবন্ধী, তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত তাদেরও একইভাবে অনুদান প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এর পাশাপাশি যেসকল ছাত্র-ছাত্রীরা ডিস্ট্রিক্ট/ স্টেট/ ন্যাশনাল লেভেলে যেকোনো স্পোর্টসে অংশগ্রহণ করেছেন তারাও এই স্কলারশিপের অধীনে অনুদান পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, জামসেদপুর, কলিঙ্গনগর, পান্ত্নাগার, ফরিদাবাদ, পুনে, চেন্নাই, টাডা এবং কলকাতায় বসবাসকারী ছাত্র-ছাত্রীরাই কেবলমাত্র টিএসডিপিএল সিলভার জুবিলী স্কলারশিপ প্রোগ্রামের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।