পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ কার্যকরী করা হয়েছে। আর এই সমস্ত স্কলারশিপগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি নাম হলো বিদ্যাসারথী স্কলারশিপ। বিদ্যাসারথী Protean eGov Technologies Limited দ্বারা পরিচালিত এমন একটি ব্যবস্থা যেখানে দরিদ্র সীমার নিচে থাকা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কর্পোরেট সেক্টরের তরফে কার্যকরী স্কলারশিপগুলির সুবিধা নিতে সাহায্য করা হয়ে থাকে।
সমগ্র ভারতের অন্যান্য ক্ষেত্রের ছাত্র-ছাত্রীদের মতোই পশ্চিমবঙ্গে ছাত্র-ছাত্রীরাও এই স্কলারশিপগুলির অধীনে আবেদন জানাতে পারবেন। তবে বিদ্যাসারথী পোর্টালের অধীনে থাকা স্কলারশিপগুলি কিভাবে আবেদন করা সম্ভব, আবেদনের ক্ষেত্রে কি কি নথি প্রয়োজন তা নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে যথেষ্ট প্রশ্ন রয়েছে। আর তাই আজকে এই পোস্টে আজ আমরা বিদ্যাসাগর পোর্টাল এবং স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি।
বিদ্যাসারথী স্কলারশিপের অধীনে কতো টাকা অনুদান পাওয়া যায়?
বিদ্যাসারথী স্কলারশিপের কর্তৃপক্ষের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, দেশের বিভিন্ন স্তরে বসবাসকারী ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিদ্যাসারথী স্কলারশিপের আওতায় বহু সংখ্যক স্কলারশিপকে নিয়ে আসা হয়েছে। তবে একজন ছাত্র অথবা ছাত্রী কতো টাকা করে অনুদান পাবেন তা নির্ভর করছে তিনি কোন স্কলারশিপের অধীনে আবেদন জানাচ্ছেন তার উপরে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্র-ছাত্রী এমনকী আইটিআই, ডাক্তারী, ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের জন্য বহু সংখ্যক স্কলারশিপ রয়েছে পোর্টালের আওতায়। এই স্কলারশিপে নূন্যতম ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা কিংবা তার বেশি অংকের অনুদান পাওয়া গিয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখ্য, বিদ্যাসারথী স্কলারশিপের আবশ্যিক যোগ্যতাও একজন ছাত্র অথবা ছাত্রী কোন স্কলারশিপের অধীনে আবেদন করছেন তার উপরে নির্ভর করে।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র:-
১. আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
২. আবেদনকারী ছাত্র বা ছাত্রীর আইডেন্টিটি প্রুফ।
৩. আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র।
৪. পরিবারের বাৎসরিক আয়ের প্রমাণপত্র।
৫. আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর ব্যাংকের সম্পূর্ণ ডিটেইলস।
৬. বর্তমান বছরে যে কোর্সে ভর্তি হয়েছে তার রশিদ।
৭. কলেজের তরফে ইস্যু করা অ্যাডমিশন লেটার।
৮. বিগত বছরের মার্কশিট।
বিদ্যাসাগর পোর্টালের মাধ্যমে কিভাবে স্কলারশিপের জন্য আবেদন জানাবেন?
বিদ্যাসারথী পোর্টালের মাধ্যমে যেকোনো স্কলারশিপের জন্য আবেদন জানানোর ক্ষেত্রে প্রথমেই আপনাকে বিদ্যাসারথী পোর্টাল https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/index -এ যেতে হবে এরপর হোম পেইজে থাকা APPLY FOR SCHOLARSHIP অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার গুগল অ্যাকাউন্ট অথবা আপনার মোবাইল নম্বর, ইমেল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে সেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুসারে আপনাকে আপনার পছন্দসই স্কলারশিপ বেছে নিতে হবে। সবশেষে উক্ত স্কলারশিপটির ঠিক নিচে থাকা Apply Now অপশনে ক্লিক করে এই স্কলারশিপের জন্য আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।