atal-pension-yojana-money-doubled-know-the-details

সমগ্র ভারতের সাধারণ নাগরিকদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। বিভিন্ন সূত্র মারফত দাবি করা হয়েছে যে, আগামী দিনে কেন্দ্রীয় সরকারের তরফে অটল পেনশন যোজনার (Atal Pension Yojana) পেনশনের টাকা বাড়ানো হবে।

কেন্দ্রীয় সরকারের তরফে দেশের সাধারণ জনগণের জন্য যেসমস্ত জনকল্যাণমূলক যোজনা কার্যকরী করা হয়েছে, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য যোজনা হলো অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)। সাধারণত অসংরক্ষিত ক্ষেত্রে কর্মরত সাধারণ জনগণ এবং তাদের পরিবারের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের তরফে অটল পেনশন যোজনা কার্যকর করা হয়েছিল। অসংরক্ষিত ক্ষেত্রে কর্মরত ১৮ থেকে ৪০ বছর বয়সী যেকোনো কর্মীই এই যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। এই যোজনার আওতায় একজন ব্যক্তি কতো টাকা বিনিয়োগ করছেন তার ওপর নির্ভর করে উক্ত ব্যক্তির ৬০ বছর বয়স হওয়ার পর তাকে ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০ অথবা ৫০০০ টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে।

এমনকী এই যোজনার আওতায় থাকা ব্যক্তির মৃত্যু হলে তার স্ত্রীকেও একই পরিমাণ পেনশন প্রদান করা হয়ে থাকে। তবে এবারে এই যোজনার আওতায় অধিকতর পেনশন দেওয়া হবে বলে দাবি করা হয়েছে বিভিন্ন সুত্রের তরফে। বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ভারতের বিভিন্ন ক্ষেত্রে বসবাসকারী সাধারণ জনগণের তরফে অটল পেনশন যোজনার পেনশনের পরিমাণ বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে বারবার আবেদন জানানো হয়েছিল। অটল পেনশন যোজনার পেনশনের পরিমাণ ৫,০০০ টাকা থেকে বাড়ি ১০,০০০ টাকা করার দাবি জানিয়েছিলেন ভারতের সাধারণ জনগণ।

পিএম কিষাণ নিয়ে উঠে এলো একটি গুরুত্বপূর্ণ আপডেট। এখনই দেখে নিন

আর এবারে জনগণের এই আবেদনে সবুজ সংকেত দিতে চলেছে কেন্দ্র, এমনটাই দাবি করা হয়েছে ওয়াকিবহাল মহলের কর্তা ব্যক্তিদের তরফে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফ এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোন তথ্য প্রকাশ্যে আনা হয়নি। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভগওয়ান সিং কারাড সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা হলেও পেনশন বাড়ানো নিয়ে এখনো পর্যন্ত কোনোরূপ সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই সমস্ত সূত্রের তরফে পেনশন বৃদ্ধির যে দাবি তোলা হয়েছে তাতে যথেষ্ট খুশি হয়েছেন ভারতের সাধারণ নাগরিকরা। ইতিপূর্বে একাধিকবার এই সমস্ত সূত্রের তরফে দাবিতে সীলমোহর পড়েছে কেন্দ্রীয় সরকারের, আর তাতেই এবারেও পেনশন বৃদ্ধির এই সমস্ত দাবি নিয়ে আশায় বুক বাঁধছেন অটল পেনশন যোজনার আওতাভুক্ত সাধারণ মানুষ।