TET

TET – কি আছে ওই পোস্টে, জানুন বিস্তারিত।

চাকরি হারানো প্রাথমিক শিক্ষকরা (TET) এবার কোর্টের রায়কে চ্যালেঞ্জ করার পথ খুঁজে পেয়ে গেল। সম্প্রতি ৩৬ হাজার প্রাথমিক শিক্ষক চাকরি হারিয়েছে। এবার তাঁদের পাশে দাঁড়াতে প্রস্তুত বিজেপি নেতা তথা আইনজীবি তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর দাবি তাঁর করা মামলায় প্যারা টিচারদের সাথে প্রাথমিক শিক্ষকদের কোনো সম্পর্ক নেই। কোর্টের দাবি অ্যাপটিউড টেস্ট ও ইন্টারভিউ প্রক্রিয়ায় গলদ থাকায় চাকরি বাতিল করা হয়েছে।

এদিকে চাকরিহারা শিক্ষকদের দাবি এত বেশি সংখ্যকও নন ট্রেন্ড শিক্ষক নেই। অভিজিত গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চেই তরুণজ্যোতি তিওয়ারি এই ব্যাপারটা উল্লেখ করবেন বলেছে। এতে আশায় বুক বাঁধছেন চাকরি জীবিরা। অবশ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এই রায়ের বিরুদ্ধে মামলা করবেন বলে ঠিক করে নিয়েছিল। এই চাকরিহারাদের মধ্যে ২৭৭০ জন ছিল প্যারা টিচার। তাঁদের পড়ানোর যথেষ্ট অভিজ্ঞতা তৈরি হয়েছে। কেন তাদের ক্ষেত্রে অ্যাপটিউড টেস্ট গুরুত্বপূর্ণ হবে!

ব্যাংকে লাইনে দাড়িয়ে লেনদেনের দিন শেষ! গোটা ব্যাংকই আসবে আপনার দোড়গোড়ায়, জানুন বিস্তারিত।

অভিজিৎ বাবু বলেন যারা এর মধ্যে ট্রেনিং সম্পূর্ণ করেছেন তাদের চাকরি বহাল থাকবে। তরুণজ্যোতি বাবু তাঁর সোশ্যাল মিডিয়াতে জানায় চাকরিপ্রার্থীদের বিষয়গুলি তিনি তুলে ধরবেন। এর আগে একাধিক প্যানেল বাতিল হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। তিনি এবারে ২০১২ , ২০১৪ সালের প্যানেলের পর্যবেক্ষন করবেন বলেও জানিয়েছে।

যেসকল ব্যাক্তি চাকরি হারিয়েছেন (TET) তাদের বেতন সম্পূর্ণ ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে অভিজিৎ বাবু। অভিজিত বাবুকে এর জন্য বারবার সরকার বিভিন্ন নেতা মন্ত্রীর কোপের মুখে পড়তে হয়েছে। এখন দেখার পালা আবার ২০১২ এর প্যানেল থেকে কী তদন্ত হয়।

সমস্ত খবর সবার আগে পেতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- Link