কেন্দ্র সরকারের প্রকল্প

Awas Yojana – আবাস যোজনার ঘর পেতে আবারো নতুন নিয়ম জারি করলো কেন্দ্র। কি করতে হবে জেনে নিন।

কেন্দ্র সরকারের বিখ্যাত প্রকল্পগুলির মধ্যে আবাস যোজনা (Awas Yojana) একটি গুরুত্বপূর্ণ নাম। তবে এই প্রকল্পের আওতায় ঘর পাওয়া এখন যেনো এক বড়ো পরীক্ষার রূপ নিয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময়ে নাম বাদ দেওয়া থেকে শুরু করে বারংবার নতুন লিস্ট প্রকাশ করা, কিছুই বাদ যায়নি এই প্রকল্প থেকে। বর্তমানে এই প্রকল্প নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। কি সেই আপডেট? সাধারণ মানুষকে এই প্রকল্পের সুবিধা পেতে আর কি করতে হবে সবই থাকবে আজকের এই পোস্টে।

আবাস যোজনা (Awas Yojana) কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিত একটি প্রকল্প, যে প্রকল্পের ৬০% টাকা দেয় কেন্দ্র এবং ৪০% টাকা দেয় রাজ্য। কিন্তু বর্তমানে কেন্দ্র বারংবার আবাস যোজনার আবেদনকারীদের ভেরিফাই করে নেওয়ার কথা প্রকাশ করছে এবং সেই মতো বারংবার বিভিন্ন আবেদনকারীকে নতুন করে যুক্ত হতে যেমন দেখা যাচ্ছে, ঠিক তেমনই প্রচুর অযোগ্যদের আবাস যোজনার লিস্ট থেকে বাতিল হতেও আমরা দেখছি।

নতুন খবর অনুযায়ী, কেন্দ্র সরকার আবারও এই প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে একটি চিঠি পাঠিয়েছেন, এই চিঠিতে কেন্দ্র সরকার নতুন করে কিছু শর্ত আরোপ করেছে যেগুলো না মানলে কোনোভাবেই এই প্রকল্পের টাকা দেবে না কেন্দ্র সরকার। এই চিঠি পেয়ে রীতিমত ক্ষুদ্ধ রাজ্য। এই চিঠির উত্তরে নবান্ন কেন্দ্রকে চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছে।

রাজ্য সরকার সকলকে দিচ্ছে বিনামূল্যে BPL রেশন কার্ড, আপনি কিভাবে পাবেন জেনে নিন

কেন্দ্র যে নতুন চিঠি পাঠিয়েছে তাতে তারা কিছু শর্তের উল্লেখ করেছে সেই শর্তগুলো হলো যারা আবাস যোজনায় অনিয়ম করেছে এবং আবাস যোজনার আওতায় না পরেও আবেদন করেছে তাদের বিরুদ্ধে FIR করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিতে হবে এবং ১০ই মার্চের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট পাঠানোর কথাও বলা হয়েছে এই নোটিশে। রাজ্য তা না করলে কেন্দ্র কোনোভাবেই এই প্রকল্পের টাকা দেবে না।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

রাজ্যের বক্তব্য কেন্দ্র বারংবার বিভিন্ন রকম তাল-বাহানা করে টাকা আটকে রাখছে। রাজ্য আরো বলেছে আগেও একই রকম অজুহাত দেখিয়ে কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছিল।

Related Articles

Back to top button