ভারতে বসবাসকারী অসহায়, দরিদ্র এবং পিছিয়ে পড়া শ্রেণীর অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তিদের সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনা কার্যকর করা হয়েছিল। এই যোজনার অধীনে যেসকল ব্যক্তিদের পাকাবাড়ি নেই তাদের পাকা বাড়ি তৈরির জন্য অনুদান দেওয়া হয়ে থাকে। যদিও ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে কারা অনুদান পেতে চলেছেন তা সংক্রান্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। আর তাতেই সমগ্র পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বর্তমানে আবাস যোজনার অনুদানের টাকা কবে পেতে চলেছেন তা জানতে রীতিমতো উন্মুখ হয়ে রয়েছেন। আর এমতাবস্থায় প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত আরো এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়েছে রাজ্য সরকারের তরফে (Awas Yojana New Update)।
ইতিপূর্বে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল যে, কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি তৈরীর অনুমোদন দেওয়ার সময়সীমা বাড়ানোর কারণে ইতিমধ্যেই রাজ্যজুড়ে নতুন করে প্রায় ৮৬,০০০ বাড়ি তৈরীর অনুমোদন দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। আর এবারে রাজ্য সরকারের তরফে যে নতুন আপডেট (Awas Yojana New Update) আনা হয়েছে সেই আপডেট অনুসারে জানা গিয়েছে যে, আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষ আবাস যোজনার আওতায় বাড়ি পেতে চলেছেন।
সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link
আজ্ঞে হ্যাঁ, এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন সূত্র মারফত। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত গাইডলাইন মেনে রাজ্য সরকারের তরফে যে সমীক্ষা করা হয়েছিল তা অনুসারে আবাস যোজনার আওতায় পাকাবাড়ি পাওয়ার জন্য আরো ২০ হাজার আবেদনকারী আবেদন জানিয়েছিলেন। এই সমস্ত যোগ্য আবেদনকারীদের আবাস যোজনায় অন্তর্ভুক্ত করতে গেলে পশ্চিমবঙ্গের জন্য ২০ হাজার অতিরিক্ত ঘরের কোটা বরাদ্দ করতে হবে। আর তাই পশ্চিমবঙ্গের জন্য অতিরিক্ত ২০ হাজার ঘরের কোটা বরাদ্দ করার অনুরোধ জানিয়ে রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখা হয়েছে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনপত্র রিজেক্ট হয়ে গিয়েছে? রইলো সমাধান।
বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য সরকারের এই প্রস্তাবে সবুজ সংকেত দেওয়া হলে রাজ্য সরকারের তরফ থেকে ২০ হাজার আবেদনকারীর মধ্যে থেকে যোগ্য আবেদনকারীদের বেছে নেওয়া হবে এবং বাড়ি তৈরির অনুদান দেওয়া হবে। ফলত আগামীতে রাজ্যব্যাপী আরও বেশি সংখ্যক মানুষ বাড়ি তৈরির অনুমোদন এবং অনুদান পাবেন। সুতরাং, যারা ইতিপূর্বে আবাস যোজনার অধীনে পাকা বাড়ির নির্মাণের অনুদানের জন্য আবেদন জানিয়েছিলেন তাদের চিন্তা করার কিছু নেই, কেন্দ্রীয় সরকারের তরফে সবুজ সংকেত দেওয়া হলেই আগামী দিনে তারাও পাকাবাড়ি নির্মাণের অনুদান এবং অনুমোদন উভয়ই পেতে চলেছেন।