awas-yojana-status-check
Advertisement

কিছুদিন আগে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট কিকরে দেখবেন সেই নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করতে চলেছি প্রধানমন্ত্রী আবাস যোজনার স্ট্যাটাস নিয়ে বা Awas Yojana Status Check, আপনারা ঘরে বসে আপনার নিজস্ব মোবাইলের মাধ্যমে এই প্রকল্পের স্ট্যটাস চেক করতে পারবেন। এই স্ট্যাটাসের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে কবে নাগাদ এই প্রকল্পের টাকা ক্রেডিট হতে চলেছে। এছাড়াও এই প্রকল্পের আরো বিস্তারিত তথ্য।

Advertisement

Awas Yojana Status Check করতে আপনাদের সবার প্রথমে চলে যেতে হবে আপনার কম্পিউটার বা মোবাইলে, এরপর আপনাকে আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে বা আপনারা এখানে দেওয়া লিঙ্কেও ক্লিক করে সরাসরি সেই পেজে চলে যেতে পারেন https://rhreporting.nic.in/ , এরপর মেইন মেনুর পাশে থাকা মেনুবারে ক্লিক করে Stakeholders অপশনটি সিলেক্ট করতে হবে।

Advertisement

Stakeholders অপশন সিলেক্ট করলে আপনার সামনে আরো কিছু অপশন খুলে যাবে। এরমধ্যে থেকে প্রথম লিঙ্ক অর্থাৎ IAY/PMAYG Beneficiary তে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনাকে অপর একটি পেজে নিয়ে যাওয়া যাবে। যেখানে আপনার কাছে রেজিষ্ট্রেশন নাম্বার চাওয়া হবে। এখানে বলে রাখা উচিৎ যে, যাদের কাছে রেজিষ্ট্রেশন নাম্বার নেই তারা খুব সহজ পদ্ধতিতে রেজিষ্ট্রেশন নাম্বার বের করে নিতে পারবেন। সেই পদ্ধতি নীচে আলোচনা করবো তার আগে যদি আপনার কাছে রেজিষ্ট্রেশন নাম্বার থাকে তবে নির্দিষ্ট জায়গায় সেটি বসিয়ে Submit অপশনে ক্লিক করলেই আপনার কাছে আপনার আবেদনের স্ট্যাটাস খুলে যাবে।

মোবাইলের মাধ্যমে আবেদন করুন প্রধানমন্ত্রী শৌচালয় যোজনায়। রইলো বিস্তারিত পদ্ধতি।

এই স্ট্যাটাসে আপনি আপনার পার্সোনাল ডিটেইলস থেকে শুরু করে ব্যাংক ডিটেইলস সমস্ত কিছু দেখতে পাবেন। কতো টাকা আপনার জন্য বরাদ্দ করা হয়েছে। প্রথম কিস্তিতে আপনি কতো টাকা পাবেন। কতো তারিখের মধ্যে আপনি কতো নাম্বার কিস্তি পাবেন সমস্ত জানতে পারবেন আপনি এই স্ট্যাটাস থেকে।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

এবার আসি আপনি কিকরে আপনার রেজিষ্ট্রেশন নাম্বার বের করবেন। আপনার রেজিষ্ট্রেশন নাম্বার বের করতে আপনাকে সবার প্রথমে যেতে হবে আবাস যোজনার লিস্টে। আবাস যোজনার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তবে নামের ঠিক পাশেই আপনার রেজিষ্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। আবার যোজনার লিস্ট চেক করতে নীচের পোস্টটি পড়ুন।

প্রকাশিত হলো আবাস যোজনার নতুন লিস্ট। আপনার নাম রয়েছে কিনা চেক করে নিন