সমগ্র ভারতের গৃহহীন মানুষকে পাকা বাড়ি প্রদানের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকর প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে পশ্চিমবঙ্গ তথা সমগ্র দেশের নাগরিকদের মধ্যে প্রশ্নের শেষ নেই। আর এবারে আবাস যোজনা নিয়ে এমন এক আপডেট সামনে আনা হয়েছে, যার কারণে পুনরায় পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের জনগণের মধ্যে বিভিন্ন প্রকার প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ইতিপূর্বে যেসমস্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী আবাস যোজনা আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন হঠাৎ করেই তাদের আবেদনের স্ট্যাটাসে (Awas Yojana Status) এক বিশেষ পরিবর্তন করা হয়েছে। যার কারণে আগামী দিনে আবাস যোজনা আওতায় বাড়ি তৈরির অনুমোদন এবং অনুদান পাবেন কিনা তা নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন আবেদনকারীরা। আর তাতেই এই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের নাগরিকদের মধ্যে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।
বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, ইতিপূর্বে যেসমস্ত আবেদনকারীদের অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফাইড ছিলো ইতিমধ্যেই সেই সমস্ত আবেদনকারীদের স্ট্যাটাস পরিবর্তন করে Pending with PFMS করা হয়েছে। অন্যদিকে, এইসকল ব্যক্তিদের রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Beneficiary Details চেক করলেই দেখা যাচ্ছে Account status-এর ক্ষেত্রে Frozen by not send to PFMS লেখা রয়েছে। যার ফলে এইসকল আবেদনকারীরা যথেষ্ট চিন্তায় রয়েছেন।
প্রকাশিত হলো নতুন বিপিএল তালিকা, আপনার নাম রয়েছে নাকি এখনই চেক করুন
এইসকল আবেদনকারীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, এই বিষয়টি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আবেদনের সময় আপনি যে আধার নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস জমা দিয়েছিলেন, সেগুলি ভেরিফিকেশনের সময় উক্ত আধার নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের সংযোগ না থাকলে ওই সকল ব্যক্তিদের স্ট্যাটাস পরিবর্তন করে Verified থেকে Frozen by not send to PFMS করে দেওয়া হচ্ছে। আগামী দিনে আপনার আধার নম্বরের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টে সংযুক্ত রয়েছে সেটির ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হলে পুনরায় আপনার স্ট্যাটাস (Awas Yojana Status) পরিবর্তন করে ভেরিফাইড করা হবে।
জিও লঞ্চ করলো ধামাকাদার প্ল্যান, এক রিচার্জেই চলবে চারটি মোবাইল।
তবে ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনোভাবে যদি ব্যাংক অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে যায় কিংবা অ্যাকাউন্ট স্ট্যাটাস রিজেক্ট দেখায় তবে চিন্তার যথেষ্ট কারণ রয়েছে সেক্ষেত্রে আপনাকে এই সমস্যার সমাধান করতে হবে। তবে বর্তমানে গ্রাম পঞ্চায়েতের তরফে আধার আপডেটের প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে, যার কারণে আপাতভাবে স্ট্যাটাসের ক্ষেত্রে Pending with PFMS লেখা রয়েছে, সমস্ত তথ্য সঠিক থাকলে খুব শীঘ্রই এই প্রকল্পের আওতায় আপনারা অনুদান পেতে চলেছেন।