কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির যদি লিস্ট করা হয় তবে সবচেয়ে প্রথমেই যে প্রকল্পের নাম আসবে সেটি হলো আবাস যোজনা। বর্তমান সময়ে আবাস যোজনার ঘর এবং ঘরের টাকা পাওয়া সাধারণ মানুষের সবচেয়ে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করে স্পষ্ট করে দেওয়া হলো এই প্রকল্পে কারা কারা ঘর পেতে চলেছেন, আর কারা কারা আবেদনের পরেও ঘর পাবেন না (Awas Yojana update)।
গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে যে বিষয়গুলির একটিও আপনার সঙ্গে মিলে গেলে আপনি এই প্রকল্পের আন্ডারে ঘর পাবেন না। এই যোজনা বা প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকার বারবার নিজেদের বক্তব্য প্রকাশ করেছে, তাদের মতে ঘর তারাই পাক যাদের ঘরের সত্যিকারের প্রয়োজন রয়েছে। সেকারনে বিভিন্ন সময়ে বিভিন্নরকম বিজ্ঞপ্তি সহ বারংবার আবাস যোজনার ঘরের লিস্ট প্রকাশ করা হয়েছে (Awas Yojana update)।
নতুন বিজ্ঞপ্তি অনুসারে, আপনার যদি পাকা বাড়ি থেকে থাকে অর্থাৎ আপনি যদি পাকা বাড়িতে বসবাস করেন তবে আপনি কোনোভাবেই আবাস যোজনা থেকে ঘর পাবেন না।
আপনার বাড়িতে কোনো ব্যাক্তি যদি সরকারি চাকরি করে বা মাসে ১০ হাজার টাকার বেশি রোজগার করে বা পরিবারের কোনো সদস্য যদি কর দিয়ে থাকে অথবা আপনার পরিবারের কেউ যদি কোনো প্রকল্পের আন্ডারে বাড়ি পেয়ে থাকে তবেও আপনি এই প্রকল্পের টাকা পাবেন না।
এখন থেকে বাড়িতে বসেই জানা যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস। কিভাবে দেখবেন জেনে নিন
পরিবারে যদি ট্রাক্টর বা জমি চাষ করার সরঞ্জাম থেকে থাকে বা আপনার বাড়িতে যদি বাইক, গাড়ি বা যন্ত্রচালিত ভ্যান বা ল্যান্ডলাইন ফোন থাকে বা বাড়িতে ফ্রীজ থাকে তবে আপনি এই প্রকল্প থেকে টাকা পাবেন না।
পরিবারের কারোর যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে বা পরিবারের যদি ২.৫ একরের বেশি জমি থেকে থাকে তবুও আপনি এই প্রকল্পের টাকা পাবেন না।
সবশেষে বলা যায়, এই প্রকল্পের ঘর যেনো সঠিক মানুষ পায় সেবিষয়ে সরকার যতোটা গুরুত্ব দেওয়া উচিৎ ঠিক ততোটাই গুরুত্ব দিয়েছে। অপরদিকে আপনার কাছে ওপরে উল্লিখিত পয়েন্টগুলির মধ্যে যদি একটিও পয়েন্ট না মেলে তবে আপনি অনায়াসে এই প্রকল্পের ঘর পাবেন।