bank-account-will-be-closed-if-aadhaar-card-and-pan-card-are-not-linked
Advertisement

কেন্দ্রীয় সরকারের তরফে এক নির্দেশিকা মারফত সমগ্র দেশের নাগরিকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, ৩১শে মার্চের মধ্যে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক (Aadhaar card and PAN card Link) করা বাধ্যতামূলক। আর তাতেই আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক না করলে আগামী দিনে কি হতে পারে তা নিয়ে নাগরিকদের মধ্যে বারংবার নানা ধরনের প্রশ্ন উঠেছে। যার ফলস্বরূপ আজ আমরা আজকের এই পোস্টে এই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি।

Advertisement

বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ৩১শে মার্চের মধ্যে যেসমস্ত নাগরিকরা আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক (Aadhaar card and PAN card Link) করবেন না তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কোনোরূপ প্রভাব পড়বে না। তবে সরাসরি কোনো প্রভাব না পড়লেও যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে নাগরিকদের। ইতিপূর্বে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস -এর তরফে প্রকাশিত এক নির্দেশিকায় আয়কর বিধির ১১৪AAA ধারা উল্লেখ জানানো হয়েছিল, যেসকল নাগরিকদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে তারা আগামী দিনে উক্ত ব্যাংক অ্যাকাউন্টে ওই নিষ্ক্রিয় প্যান কার্ড যুক্ত করতে পারবেন না।

Advertisement

এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, ৩১শে মার্চের পর যেসমস্ত নাগরিকদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে তারা আয়কর রিটার্ন ফাইল করতে পারবেন না, এমনকী এক্ষেত্রে আটকে থাকা রিটার্নও কোনোভাবে দাবি করা সম্ভব নয়। এছাড়াও আটকে থাকার রিফান্ড কোনোভাবেই পাওয়া যাবে না বলেই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্টে। যেসমস্ত ব্যক্তিদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে তাদের কোনোক্ষেত্রে ডিফেক্টিভ আয়কর রিটার্ন -এর সমস্যা থাকলে আটকে থাকা প্রসিডিংয়ের কাজও শেষ হবে না বলেই জানা গিয়েছে। এমনকী প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে অতিরিক্ত আয়কর জমা দিতে হবে বলেও দাবি করা হয়েছে বিভিন্ন সূত্র মারফত।

বাড়িতে বসে মাত্র ২ মিনিটে কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিন।

আর এই সমস্ত সমস্যা এড়ানোর জন্য একজন ব্যক্তিকে পুনরায় অতিরিক্ত জরিমানা দিয়ে তার প্যান কার্ডটিকে নতুন করে সক্রিয় করতে হবে এবং তারপরই তিনি ওই প্যান নম্বরটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে পারবেন এবং ITR ফাইলিং থেকে শুরু করে অন্যান্য কাজগুলি স্বাভাবিকভাবে করতে পারবেন। আজ ১৭ই মার্চ অর্থাৎ আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার জন্য হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে। আপনিও যদি এখনো পর্যন্ত ১০০০ টাকা জরিমানা দিয়ে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তবে যতো দ্রুত সম্ভব আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করুন। নতুবা আপনাকেও এপ্রিল মাস থেকে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে।

এপ্রিলের মধ্যে আধার লিঙ্ক না করলে বন্ধ হবে সমস্ত সরকারি প্রকল্পের টাকা। বিজ্ঞপ্তি প্রকাশ সরকারের

প্রসঙ্গত উল্লেখ্য, যেসকল নাগরিকরা ইতিমধ্যে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন কিন্তু নিজের PAN নম্বরটিকে এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে পারেননি তারা সরাসরি ব্যাংকে গিয়ে KYC ফর্ম পূরণ এবং প্যান কার্ডের প্রতিলিপি জমা দেওয়ার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড যুক্ত করতে পারবেন। এছাড়াও আপনারা বাড়িতে বসে হেল্পলাইন নম্বর এবং ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমেও নিজের প্যান কার্ডটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে পারবেন।