ঠিক কতটা বাড়ালো সুদের হার, জানুন বিস্তারিত।
ফিক্সড ডিপোজিটে আবার সুদের হার বাড়ালো ব্যাঙ্ক। একেবারে সুদের হার বেড়ে সাত শতাংশে গিয়ে ঠেকেছে। সাধারণভাবে কিছু অল্প শতাংশ সুদের হার বাড়ানো হয়। রিজার্ভ ব্যাংক কিছুদিন আগেই রেপোরেট বাড়িয়েছে। ফিক্সড ডিপোজিটের সুদের হার কমানো নিয়ে একাধিকবার অভিযোগ করেছে সাধারণ নাগরিকরা। যাদের পেনশনের টাকায় সংসার চলে তাদের নিত্যদিনের জীবন চালানো খুবই কষ্টের হয়ে উঠছে। এই অবস্থায় সরকারি ব্যাংকের সুদের হার বাড়ানো মেঘ না চাইতেই জল।
তবে এই সুদের হার বেড়েছে যাদের FD আমানত ২ কোটি টাকার নীচে। ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে যাদের টাকা আছে তাদের ৩ শতাংশ থেকে ৭ শতাংশ সুদের হারে টাকা দেওয়া হবে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অর্থ্যাৎ ৬০ বছরের বেশি নাগরিকদের ক্ষেত্রে ৭.৫০ শতাংশ সুদের হার। আশি বছরের বেশি হয়ে গেলে সেক্ষেত্রে ৭.৬৫ শতাংশ সুদের হার। ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে প্রতিটি আলাদা সময়ের জন্য আলাদা সুদের হার।
৭ দিন থেকে ৪৫ দিনের জন্য সাধারণ নাগরিকদের ক্ষেত্রে ৩ শতাংশ এবয প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও একই সুদের হার। ৪৬ দিন থেকে ১৭৯ দিনের জন্য সাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৪.৫০ শতাংশ। ২৭০ দিন থেকে প্রবীণদের সুদের হার বাড়ে। সাধারণ নাগরিকদের ক্ষেত্রে এখানে সাড়ে পাঁচ শতাংশ এবং প্রবীণদের জন্য ছয় শতাংশ।
স্বল্প পুঁজির সেরা ব্যবসা, এক বার দাড়িয়ে গেলে তিন পুরুষ বসে খাবে।
২বছর থেকে ৩ বছর হয়ে গেলেই সাধারণ নাগরিকদের জন্য সেখানে ৬.৭৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ সুদের হার। পর্যায়ক্রমে বিভিন্ন তালিকা আছে এই সুদের হার বাড়ার। সুদের হার কমা ভারতের অর্থনীতির জন্যও সেটা ভালো কথা নয়।