কবে কবে বন্ধ থাকবে ব্যাংক, জানুন।
জুলাই মাসে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে। খুব সহজেই ভাবা যাচ্ছে ঠিক কোন পরিমাণ ভোগান্তির শিকার হতে চলেছে সাধারণ মানুষ। এখন বেশ কিছু কাজ অনলাইনে হয় ঠিকই। কিন্তু প্রত্যেকে এখনো অনলাইনের সাথে অভ্যস্ত হতে পারেনি। তাই ব্যাঙ্কে একইধরনের ব্যাস্ততা থেকে গেছে। শুধুমাত্র টাকা তোলার চাপটাই একটু কমেছে। ব্যাঙ্কে চেক সংক্রান্ত কাজ, প্রভিডেন্ট ফান্ডের মতো কাজগুলি একইভাবে থেকে গেছে। মাসের অর্ধেক দিন বন্ধ থাকলে অন্য দিন গুলো কোন লম্বা লাইন পড়বে বলে আঁচ করাই যায়।
যুবসমাজের অনেকাংশ অনলাইন ব্যাবহার করলেও এখনো প্রবীণ নাগরিকরা ব্রাঞ্চে গিয়ে কাজ করতেই বেশি ভালোবাসে। ব্যাঙ্কও এখনো সব পরিষেবা অনলাইনে করে দিতে পারেনি। অ্যাকাউন্ট খোলার মতো এখনো ব্যাঙ্কে গিয়ে করতে হয়। সব কাজ আবার ATM গিয়েও হয়না। তাই কবে কবে ব্যাঙ্কে যাবেন না দেখে নিন। ৯ ই জুলাই রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।
শিক্ষা দপ্তরের নয়া নিয়ম! এগিয়ে আনা হল শিক্ষা বর্ষ, জুলাই থেকে শুরু কলেজে ভর্তির প্রক্রিয়া।
১১ ই জুলাই কের পুজো ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। আবার ১৩ জুলাই ভানু জয়ন্তী সিকিমে। ১৬ই জুলাই সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে এবং ১৭ ই জুলাই সোমবার U Triot Singh মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।২১ শে জুলাই শুক্রবার Drukpa Tshe zi সিকিমে। ২২ জুলাই চতুর্থ শনিবার।
২৩ শে জুলাই আবার রবিবার। ২৯ শে জুলাই মহরম। ৩০ শে জুলাই আবার রবিবার। ৩১ শে জুলাই পাঞ্জাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর থেকে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে বেশি ছুটি নেই। অর্থাৎ এই লম্বা ছুটিতে কোনো প্রভাব থাকবেনা।