best-business-idea-for-2023-in-india
Advertisement

কি এই লাভজনক ব্যবসা জানতে হলে পড়ুন বিস্তারিত।

কম পুঁজি নিয়ে ব্যাবসা করে অতি সহজেও নাকি লাখ টাকা উপার্জন করা যায়! পশ্চিমবঙ্গ তথা গোটা পৃথিবীর অর্থনীতি ধুঁকছে এখন। করোনার পরই বিশ্ব অর্থনীতি ধসে গেছে। পৃথিবীর প্রায় প্রতিটি দেশে মূল্যবৃদ্ধি এখন চরমে ঠেকেছে। কারেন্সি ভ্যালু এখন চরমে ঠেকেছে। বিশ্বের সব বড়ো কোম্পানিতে ছাঁটাই চলছে। সাধারণ মানুষ দিশাহীন হয়ে পড়েছে। এই অবস্থায় অনেকেই চাকরির আশা ছেড়ে ব্যাবসা করছে। সবাই ব্যাবসা করতে প্রথম যে ভয় পায় সেটা হলো পুঁজির অভাব।

Advertisement

এমন অনেক ব্যাবসা আছে যেখানে আপনার মাত্র ৫০০০০ টাকা থাকলেই হবে। আমাদের প্রতিদিনের জীবনে স্টেশনারি জিনিস সবার কাজে লাগে। স্টেশনারি বলতে স্কুলের বই খাতা ছাড়াও পেন পেনসিল, বিভিন্ন ধরনের রাবার ইত্যাদি। আবার বাড়িতে ব্যাবহৃত বিভিন্ন ধরনের স্টেশনারি জিনিস আছে যেমন চামচ, খুন্তি, মেয়েদের ছোটোখাটো বিভিন্ন ধরনের সাজাগোজার জিনিস।

Advertisement

এই সব দোকান খুলে প্রথমে ব্র্যান্ডেড জিনিস এনে ভালো করে দোকানের রেপুটেশন প্রতিষ্ঠা করুন। এরপর যেমন আপনি বড়োবাজার থেকে একটু কষ্ট করে গিয়ে মালপত্র নিয়ে এলে আপনারই লাভ বাড়বে। এই ধরনের দোকান জনবহুল জায়গায় তৈরি হতে হবে। আপনার দোকান দেখলেই লোকের যাতে মনে পড়ে ছোটোখাটো জিনিস নেওয়ার কথা।

মহিলাদের জন্য চালু হল এলআইসি-র আধার শীলা প্ল্যান, মাত্র ৫৮ টাকা বিনিয়োগে পেয়ে যান ৮ লাখ টাকা অবদি  রিটার্ন।

একটা ছোটোমতো দোকান ভাড়া নিলেই হবে এর জন্য। প্রাথমিক ভাবে বিক্রি দেখে মাল আনুন তাতে আপনার পুঁজি বেশি আর বাড়ি থেকে নিয়ে যেতে হবেনা লাভ্যাংশ দিয়ে মাল কিনতে পারবেন। একবার দোকান প্রতিষ্ঠিত হয়ে গেলে মাসে আপনার লাখ টাকা আটকায় কে! শুধুমাত্র আপনাকে দেখতে হবে আপনার এলাকায় কীসের চাহিদা বেশি। তার উপর ভিত্তি করে আপনার পরিকাঠামো নিয়ন্ত্রণ করতে হবে। খুচরো মালের দোকানগুলিতে ভিড় সবসময় থাকে চোখে পড়ার মতো। তবে অবশ্যই পাইকারি বাজার থেকে জিনিস কিনুন।