big-announcement-of-finance-minister-about-budget-2023
Advertisement

বছরের শুরুতে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিলো যে, ১লা ফেব্রুয়ারি তারিখে অর্থাৎ আজ বাজেট অধিবেশন (Budget 2023) আয়োজিত হতে চলেছে। আর এই বাজেট অধিবেশন ঘিরে ভারতের সাধারণ নাগরিকদের মধ্যে প্রশ্ন এবং অনুসন্ধিৎসার অন্ত নেই। এমনকী বাজেট অধিবেশনে ভারতের সাধারণ নাগরিকদের জন্য কি কি নতুন নিয়ম কার্যকর হতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে কতো টাকা বরাদ্দ হতে চলেছে তা নিয়ে নানা ধরনের দাবি প্রকাশ্যে আনা হয়েছে বিভিন্ন সূত্র মারফত। আর ইতিমধ্যেই সাধারণ মানুষের সমস্ত আশা-আকাঙ্ক্ষাকে পূর্ণ করে কেন্দ্রীয় সরকারের তরফে বাজেট (Budget 2023) সম্পর্কিত সমস্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

Advertisement

সাধারণ মানুষের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, আগামী দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আরও বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে। এই যোজনার অধীনে ৭৯,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। বিগত বছরে ৪৮,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিলো, তবে এবারে টাকার অঙ্ক ৬৬ শতাংশ বাড়িয়ে ৭৯,০০০ কোটি টাকা করা হলো। এর পাশাপাশি ট্যাক্সের নিয়মেও বিরাট বদল আনা হয়েছে। অর্থমন্ত্রীর নির্মলা সীতারমন জানিয়েছেন যে, ৩ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আবেদনকারীদের কোনোরকম আয়কর ট্যাক্স দিতে হবে না। অন্যদিকে যেসমস্ত ব্যক্তিদের আয় ৩ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকার মধ্যে তাদের আয়ের ৫ শতাংশ আয়কর জমা দিতে হবে।

Advertisement

আবার যেসমস্ত ব্যক্তিদের আয় ৬ লক্ষ টাকা থেকে শুরু করে ৯ লক্ষ টাকার মধ্যে তাদের আয়ের ১০ শতাংশ টাকা আয়কর হিসেবে জমা দিতে হবে। এর পাশাপাশি যেসমস্ত ব্যক্তিদের আয় ১২ লক্ষ টাকা থেকে শুরু করে ১৫ লক্ষ টাকার মধ্যে তাদের আয়ের ২০ শতাংশ আয়কর রূপে জমা দিতে হবে। ১৫ লক্ষ টাকার উপরে যেসকল ব্যক্তিদের আয় রয়েছে তাদের ৩০ শতাংশ আয়কর জমা দিতে হবে। তবে এক্ষেত্রে অর্থমন্ত্রীর তরফে আরো জানানো হয়েছে যে, কেন্দ্রীয় সরকারের তরফে নতুন আয়কর রেজিমের আওতায় ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়কে আয়কর মুক্ত রাখা হয়েছে।

রেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। কমে গেল চালের পরিমাণ

তবে এখানেই শেষ নয়, এই বাজেট অধিবেশনে মহিলাদের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণাও করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। কেন্দ্র সরকারের তরফে কার্যকরী এই নতুন প্রকল্প মহিলা সম্মানপত্রের অধীনে যোগদানের ক্ষেত্রে মহিলাদের ২ বছরের জন্য ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। আর এই বিনিয়োগের ওপরে ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে। এর পাশাপাশি দেশের বয়স্ক নাগরিকদের জন্য নতুন নিয়মও কার্যকরী করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী জানিয়েছেন যে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বাধিক ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা সম্ভব।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

এছাড়াও পোস্ট অফিসের আওতাধীন মান্থলি ইনকাম স্কিমে সাধারণ নাগরিকরা ৪.৫ লক্ষ টাকার পরিবর্তে সর্বাধিক ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। অন্যদিকে, জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ৯ লক্ষ টাকার পরিবর্তে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। এর পাশাপাশি আজকের বাজেট অধিবেশনে জাতীয় হাইড্রোজেন মিশন থেকে শুরু করে এগ্রিকালচার টেক স্টার্ট আপ, সবুজায়ন বৃদ্ধি, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, বায়ো ইনপুট রিসোর্স সেন্টার ও 5G পরিষেবা, ডিজিলকার অ্যাপ সম্পর্কিত নানাবিধ বিষয়গুলি নিয়ে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন জানান অনলাইনে, রইলো বিস্তারিত পদ্ধতি।

১লা ফেব্রুয়ারি অর্থাৎ আজকের এই বাজেট অধিবেশনে দেশের সমস্ত শিশু-কিশোরদের এবং সুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফে ডিজিটাল লাইব্রেরী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি, আজকের এই বাজেট অধিবেশনে চাকরিপ্রার্থীদের জন্য এক দারুণ সুখবর প্রকাশ করা হয়েছে। বাজেট (Budget 2023) অধিবেশনে জানানো হয়েছে যে, মডেল রেসিডেন্সিয়াল স্কুলে ৩৮ হাজার ৮০০ শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়াও দেশের ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শতাধিক নার্সিং কলেজ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের এই বাজেট অধিবেশনে।