big-announcement-of west-bengal-government-about-swasthya-sathi-card

রাজ্যের মহিলাদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। নতুন অর্ধবর্ষের শুরুতেই রাজ্য সরকারের তরফে সমগ্র রাজ্যজুড়ে দুয়ারে সরকার ক্যাম্প কার্যকরী করার উদ্যোগ নেওয়া হয়েছিল। আর এই সমস্ত ক্যাম্পগুলিতে খাদ্যসাথী, স্বাস্থ্য সাথী, মেধাশ্রী প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু প্রকল্প, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্য সরকারের তরফে কার্যকরী আর অন্যান্য প্রকল্পের জন্য আবেদন জানানো সম্ভব বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের প্রকাশিত নির্দেশিকায়। তবে এবারে রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়মে আরো একটি বিরাট বড় পরিবর্তন সামনে আনা হলো (Swasthya Sathi Card)।

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বসবাসকারী রোজগারহীন মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্যই রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কার্যকর করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় রাজ্যে গৃহলক্ষ্মীরা নিজেদের ক্যাটাগরি অনুসারে ৫০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকার অনুদান পেয়ে থাকেন। ২০২১ -এর বিধানসভা নির্বাচনে একক জয়ের পরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি কার্যকর করা হলে রাজ্যের গৃহলক্ষ্মীদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছিল এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তবে এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে শর্ত আরোপ করে জানানো হয়েছিল যে, যেসকল মহিলাদের স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) থাকবে না, তারা কোনোভাবেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না।

মাধ্যমিক দিয়েছেন? কোন বিষয় নিয়ে পড়বেন বুঝতে পারছেন না? জেনে নিন কোন বিষয়ের ভবিষ্যৎ কি?

তবে এবারে সেই শর্তও তুলে নেওয়া হলো রাজ্য সরকারের তরফে। অর্থাৎ আগামীদিনে স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সাথী কার্ড ছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের এখনো পর্যন্ত স্বাস্থ্য সাথী কার্ড নেই যার কারণে তারা কোনোভাবেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারছেন না। কিন্তু এই সমস্ত মহিলারা যাতে কোনোভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্যই রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সংক্রান্ত রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তে যথেষ্ট খুশি হয়েছেন সমগ্র রাজ্যের মহিলা তথা সাধারণ মানুষ। অন্যদিকে, বিভিন্ন সূত্র মারফত প্রকাশিত তথ্য জানা গিয়েছে যে, দুয়ারে সরকারের ক্যাম্পের প্রথম দিনেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য রাজ্যের ১ লক্ষ ৩৫ হাজার মহিলা আবেদন জানিয়েছেন। সংশ্লিষ্ট ক্ষেত্রের ব্যক্তিদের তরফে মনে করা হচ্ছে যে, স্বাস্থ্য সাথী কার্ড সংক্রান্ত শর্তটি তুলে দেওয়ায় আগামী দিনে আরও বেশি সংখ্যক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আবেদন জানাবেন। এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নয় দুয়ারে সরকার ক্যাম্পের প্রথম দিনে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আবেদন জানানোর জন্য প্রায় ৬০ হাজার আবেদনপত্র জমা পড়েছে।

শিক্ষানীতিতে হতে চলেছে বিশাল পরিবর্তন। উঠে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। গুরুত্বপূর্ণ খবর জেনে নিন।

অন্যদিকে, খাদ্যসাথী প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করনের জন্য ৩০ হাজার রাজ্যবাসী আবেদন জানিয়েছেন। এমনকী দুয়ারে সরকার প্রকল্পের প্রথম দিনেই বিধবা ভাতার আওতায় ২১ হাজার আবেদনপত্র জমা পড়েছে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত তথ্যে। অন্যদিকে, কোনোভাবেই পিছিয়ে নেই মেধাশ্রী প্রকল্প, কিষাণ ক্রেডিট কার্ড -এর মতো প্রকল্পগুলিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রাজ্যের সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের তরফে কার্যকরী সমস্ত প্রকল্পগুলি সুবিধা পৌঁছে দেওয়ার জন্যই দুয়ারে সরকারের ক্যাম্প কার্যকর করা হয়েছিল। দুয়ারে সরকারের ক্যাম্পের প্রথম দিনেই লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, খাদ্যসাথী, বিধবা ভাতা সহ অন্যান্য প্রকল্পগুলির ক্ষেত্রে যেভাবে বিপুল সংখ্যক মানুষের সাড়া মিলেছে তাতে আগামী দিনে বহু সংখ্যক মানুষকে এই সকল প্রকল্পের আওতায় আনা যাবে বলেই মনে করা হচ্ছে রাজ্য সরকারের তরফে।